খুনসুটিতে কোহলি–কামিন্সের লড়াইয়ের ‘মহড়া’
মাঠের প্রতিদ্বন্দ্বিতায় বিরাট কোহলির জুড়ি মেলা ভার। এক চুল ছাড় দেন না। মাঠের বাইরে সেই কোহলি–ই আবার বেশ বিনয়ী এবং মজার মানুষ। আর এই মজাটা হয় ক্রিকেট নিয়েও। যেমন ধরুন, মাঠে অনুশীলনের সময় প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে ভালোই খুনসুটি হয় কোহলির। প্রতিপক্ষ দলের খেলোয়াড় যদি হন অস্ট্রেলিয়ান, তাহলে তো কথাই নেই!
ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ থাকে সব সময়ই। সময়ের অন্যতম দুই সেরা ক্রিকেটার কোহলি ও প্যাট কামিন্সের মধ্যে তেমন খুনসুটিই দেখা গেল গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওতে।
আইপিএলে আজ রাতে ‘হাই–অকটেন’ ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলের এই লড়াইয়ের মোড়কে কামিন্স–কোহলিরও বল–ব্যাটের দ্বৈরথ দেখা যাবে। সেটারই প্রস্তুতি সেরে নেওয়ার সময় মজার বাক্য বিনিময় হয়েছে দুই তারকা ক্রিকেটারের মধ্যে। ভিডিওটি গতকাল রাত ৮টা ৪৯ মিনিটে পোস্ট করা হয়।
আজকের ম্যাচ সামনে রেখে হায়দরাবাদের গতকাল রাজীব গান্ধী স্টেডিয়ামে যৌথ অনুশীলন করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। নেটে পাশাপাশি ব্যাটিংও করেছেন কোহলি ও কামিন্স। ভিডিওতে দেখা যায়, প্যাড পরা কোহলি মাঠে হাঁটু মুড়ে বসে স্ন্যাকস খাচ্ছিলেন। এমন সময় হায়দরাবাদ অধিনায়ক কামিন্স যান তাঁর কাছে। অস্ট্রেলিয়ার হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতা কামিন্সও তখন প্যাড পরে ছিলেন। মুচকি হাসিতে হাত মেলান দুজনেই।
কামিন্স এরপর রসিকতা করে কোহলিকে বলেন, ‘কোচ বলছিলেন, আমার কারণে উইকেট ফ্ল্যাট মনে হচ্ছে। কোচ এটাই বললেন।’ কথাটা শুনে কোহলির মুখের হাসি আরও চওড়া হয়। হাসি ধরে রেখেই প্রতিপক্ষ দলের অধিনায়ককে কোহলি বলেন, ‘তুমি বেশি ভালো প্যাট।’
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম ব্যাটিংবান্ধব। এই মাঠে এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে ২৭৭ রান তুলেছে সানরাইজার্স হায়দরাবাদ। এ মাঠে আইপিএলে সর্বশেষ ১০ ম্যাচে প্রথম ইনিংসে গড় দলীয় স্কোর ১৮১.২। ওই দিকে বর্তমান বিশ্বের সেরা পেসারদের একজন কামিন্স ব্যাটিংয়েও বেশ ভালো। প্রয়োজনের সময় দলের হয়ে ব্যাট হাতে ভূমিকা রাখতে পারেন। কোহলি যেহেতু বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন, তাঁকে নিজের ব্যাটিং সামর্থ্য বোঝাতেই সম্ভবত মজার মন্তব্যটি করেন কামিন্স।
তবে ৮ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা বেঙ্গালুরুর জন্য এবারের আইপিএলটা আর মজার নেই। প্লে অফ পর্বের আগেই বাদ পড়ার প্রহর গুনছে বেঙ্গালুরু। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় হায়দরাবাদ।
এই ম্যাচের আগে স্টার স্পোর্টসের ‘ক্যাপ্টেনস স্পিক’ অনুষ্ঠানে কোহলিকে নিয়েও কথা বলেছেন কামিন্স, ‘সে (কোহলি) প্রচুর ক্রিকেট খেলেছে। প্রতিটি ম্যাচের জন্য সে যেভাবে প্রস্তুতি নেয়, যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করে, সেটা কি ব্যাটিং কি ফিল্ডিং—সে জন্য আমি তার প্রশংসা করি। সে বছরে ১০০ দিন খেলে এবং প্রতিটি ম্যাচের জন্যই প্রস্তুত থাকে।’
গত বছরের ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ৫৪ রানে ব্যাট করা কোহলিকে আউট করেছিলেন কামিন্স। তাতে ফাইনালের মোড়ও ঘুরেছিল। শেষ পর্যন্ত কোহলির ভারতকে ৬ উইকেটে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। কোহলিকে নিয়ে নিজের পছন্দের স্মৃতি হিসেবে ওই ঘটনার কথাই মুচকি হেসে বলেছেন কামিন্স, ‘বিরাটকে নিয়ে আমার পছন্দের স্মৃতি? আমি কি তাকে আউট করাটা বেছে নিতে পারি?’