বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা বাসিত আলীর

পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলীইনস্টাগ্রাম

পাকিস্তান ক্রিকেট দলের সামনে ঠাসা সূচি। ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। আগামী বছর জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এসব সিরিজে নিরাপত্তাব্যবস্থা ভালোভাবে সামলানোর ওপর জোর দিয়েছেন দেশটির সাবেক ব্যাটসম্যান বাসিত আলী। ১৯ টেস্ট ও ৫০ ওয়ানডে খেলা বাসিতের আশঙ্কা, ঘরের মাঠে এসব সিরিজে নিরাপত্তাব্যবস্থায় গলদ বের হলে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি না–ও অনুষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। আগামী ফেব্রুয়ারিতে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে। রাজনৈতিকভাবে পাকিস্তানের বৈরী প্রতিবেশী দেশ ভারত এ টুর্নামেন্টে অংশ নেবে কি না, তা এখনো নিশ্চিত করেনি। ১৯৯৬ বিশ্বকাপের পর এটি হবে পাকিস্তানের মাটিতে আয়োজিত হতে যাওয়া প্রথম বৈশ্বিক কোনো টুর্নামেন্ট।

গতকাল পাকিস্তানের উদ্দেশে উড়াল দেয় বাংলাদেশ দল
প্রথম আলো

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত নিরাপত্তা-শঙ্কা নিয়ে বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি যেহেতু পাকিস্তানে অনুষ্ঠিত হবে, আর বাংলাদেশের পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজও সফরে আসবে। তাই আমাদের উচিত নিরাপত্তায় মনোযোগ দেওয়া। সৃষ্টিকর্তা না করুক, এসব সফরে কোনো ঘটনা ঘটলে চ্যাম্পিয়নস ট্রফি এখানে (পাকিস্তান) খেলা হবে না। বেলুচিস্তান ও পেশোয়ারে আমাদের সৈন্যরা শহীদ হচ্ছেন। সরকারই শুধু বলতে পারে এটা কেন ঘটছে, যদিও এটা অনুচিত।’

আরও পড়ুন

৫৩ বছর বয়সী বাসিত মনে করেন, নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সব সময় প্রস্তুত থাকতে হবে এবং সফরে আসা দলগুলোর দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মতো নিরাপত্তা সহায়তা পাওয়া উচিত, ‘নিরাপত্তার সামান্যতম বিঘ্নও যেন না ঘটে, সেটি নিশ্চিত করতে হবে আমাদের। বিদেশি দলগুলোর আমাদের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মতো নিরাপত্তা পাওয়া উচিত। আমি নিশ্চিত মহসিন নাকভি (পিসিবি চেয়ারম্যান) এ বিষয়ে অবগত আছেন।’

অতীতের কিছু ঘটনায় পাকিস্তানে নিরাপত্তাব্যবস্থা নিয়ে শঙ্কায় থাকে সফরকারী দলগুলো। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন পাকিস্তান সফরে যায়নি কেউ। ২০২১ সালে নিরাপত্তাজনিত কারণে ওয়ানডে সিরিজ শুরুর আগে সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। সে বছরের শেষ দিকে ইংল্যান্ডও সফর বাতিল করেছিল।