কোহলিকে শোয়েবের পরামর্শ, পছন্দ হয়নি সৌরভের

বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলীছবি: টুইটার

আর মাত্র ২৪ টি সেঞ্চুরি!

মাত্র? হ্যাঁ, যিনি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭৬টি সেঞ্চুরি করেছেন, তাঁর জন্য ২৪ সংখ্যাটার আগে মাত্র যোগ করার বিলাসিতা বোধ হয় দেখানোই যায়। তো এই ২৪ সেঞ্চুরি করলে কী হবে!

বিরাট কোহলি এই কটি সেঞ্চুরি করলে ছুঁয়ে ফেলবেন শচীন টেন্ডুলকারের সেই অবিশ্বাস্য এক শ সেঞ্চুরির রেকর্ড। কোহলি কি আরও ২৪টি সেঞ্চুরি করতে পারবেন? কারণ, কোহলিরও তো বয়স হচ্ছে। ৩৪ বছর বয়সী কোহলি আর কত দিনই–বা খেলবেন?

আরও পড়ুন

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’–খ্যাত পেসার শোয়েব আখতারের মতে, শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করার ক্ষমতা আছে কোহলির। তবে সে জন্য তাঁকে শুধু মনোযোগ দিতে হবে টেস্ট ক্রিকেটে। শোয়েবের এমন মতামত আবার পছন্দ হয়নি ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সৌরভের সঙ্গে অধিনায়ক কোহলির যত মনোমালিন্যই থাকুক না কেন, সৌরভ এবার কোহলির পক্ষেই কথা বলেছেন। সাবেক ভারত অধিনায়কের মতে, কোহলি যত দিন খুশি খেলে যেতে পারেন।

শোয়েব ইউটিউবে ‘ব্যাকস্টেজ উইথ বোরিয়া’ অনুষ্ঠানে বলেছেন, ‘আমার মনে হয় না, বিশ্বকাপের পর কোহলির ওয়ানডে খেলা উচিত। যদি টি-টোয়েন্টির দিকে তাকান, এই সংস্করণের জন্যও কোহলির অনেক পরিশ্রম করতে হয়। আমার মনে হয়, শচীনের রেকর্ড ভাঙতে তাঁর এখনো ছয় বছর খেলতে হবে। কোহলিই পারে শচীনের রেকর্ড ভাঙতে। বিশ্বকাপের পর তাঁর শুধু টেস্টে আর রেকর্ড ভাঙার দিকে মনোযোগ দেওয়া উচিত।’

এনডিটিভির খবরে বলা হয়, ভারতে একটি বাণিজ্যিক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সৌরভ পাকিস্তানি পেসারের মন্তব্যের বিষয়ে বলেন, ‘কেন সে ওয়ানডে ক্রিকেট ছাড়বে? কোহলি যত দিন খুশি খেলতে পারে। কারণ, সে পারফর্ম করছে।’

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারার পর ভারতের সমালোচনা কম হয়নি। একটা সিরিজ হারার কারণেই সৌরভ দলের ওপর ভরসা হারাচ্ছেন না। বলেছেন, ভারতের ক্রিকেট সংস্কৃতি এমনই, ভারত এমন একটা দেশ, যেখানে প্রতি ম্যাচ পরই দলকে মূল্যায়ন করা হয়। জিতলে ভারত ভালো দল, আর হারলে খারাপ। এটা নিয়েই চলতে হবে। এটা খেলার অবিচ্ছেদ্য অংশ।

আরও পড়ুন