ওল্ড ট্রাফোর্ডে ওয়ার্নের ‘বল অব দ্য সেঞ্চুরি’র স্মৃতি ফেরালেন জয়াসুরিয়া
ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড–শ্রীলঙ্কা টেস্টের প্রথম দিনটি ছিল শ্রীলঙ্কার বোলার মিলন রত্নায়েকের। সেটা অবশ্য বোলিংয়ের কারণে নয়, ব্যাটিংয়ের কারণে। গতকাল শ্রীলঙ্কার ইনিংসে ৯ নম্বরে নেমে রত্নায়েকে ১৩৫ বলে করেন ৭২ রান। ছেলেদের টেস্টে অভিষেক ম্যাচে নয়ে নেমে এটাই এখন সর্বোচ্চ রানের রেকর্ড।
টেস্টের দ্বিতীয় দিনেও আলোচনায় এক শ্রীলঙ্কান। এবার আলোচনায় দলটির স্পিনার প্রবাত জয়াসুরিয়া। হ্যারি ব্রুককে দুর্দান্ত এক ডেলিভারিতে আউট করে ওল্ড ট্রাফোর্ডে ফিরিয়ে এনেছেন ৩১ বছর আগের এক স্মৃতি।
১৯৯৩ সালে এই ওল্ড ট্রাফোর্ডেই দুর্দান্ত এক ডেলিভারিতে অ্যাশেজে নিজের প্রথম বলেই লেগ স্পিনার শেন ওয়ার্ন আউট করেছিলেন ইংল্যান্ডের মাইক গ্যাটিংকে। কিংবদন্তি ওয়ার্নের বলটি লেগ স্টাম্পের বাইরে পড়ে দ্রুত স্পিন করে আঘাত করেছিল অফ স্টাম্পের মাথায়, তুলে নিয়েছিল বেলস। যেটিকে পরবর্তী সময়ে আখ্যা দেওয়া হয়েছিল ‘বল অব দ্য সেঞ্চুরি’ নামে।
২৫ বছর বয়সী জয়াসুরিয়ার করা আজকের বলটি পিচ করেছিল মিডল ও লেগ স্টাম্পের মাঝামাঝি জায়গায়। সেখান থেকে দ্রুত টার্ন নিয়ে বল গিয়ে আঘাত করে ব্রুকের অফ স্টাম্পের মাথায়, তুলে নেয় বেলস। ব্রুকের আউটের সময় ইংল্যান্ডের রান ছিল ৫ উইকেটে ১৮৭, সেই সময় শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে ৪৯ রানে পিছিয়ে ছিল তারা।
আলোক স্বল্পতার কারণে আজ দ্বিতীয় দিনের খেলা একটু আগেভাগেই শেষ হয়েছে। এর আগে ৬ উইকেটে ২৫৯ রান করেছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে ২৩ রানে এগিয়ে তারা। শ্রীলঙ্কার পক্ষে জয়াসুরিয়া ৫৮ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। আসিতা ফার্নান্ডো ৬৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট, অন্য উইকেটটি নিয়েছেন বিশ্ব ফার্নান্ডো।
এর আগে রত্নানায়েকের ইনিংসে ভর করে গতকাল অলআউট হওয়ার আগে ২৩৬ রান করেছে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৩৬ (দনাঞ্জয়া ৭৪, রত্নায়েকে ৭২, মেন্ডিস ২৪, চান্দিমাল ১৭; ওকস ৩/৩২, বশির ৩/৫৫, অ্যাটকিনসন ২/৪৮)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ৬১ ওভারে ২৫৯/৬ (স্মিথ ৭২*, ব্রুক ৫৬, রুট ৪২, লরেন্স ৩০, অ্যাটকিনসন ৪*; আসিতা ফার্নান্ডো ৩/৬৮, জয়াসুরিয়া ২/৫৮, বিশ্ব ফার্নান্ডো ১/৫১)।