‘নির্বাচকদের দরজা ভেঙে’ দলে জায়গা পাওয়া সরফরাজ কি একাদশে সুযোগ পাবেন
হার্শা ভোগলে কথাটা যথার্থই বলেছেন! ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের দলে সরফরাজ আহমেদ ডাক পাওয়ার পর এই ধারাভাষ্যকার এক্সে লিখেছেন, ‘সরফরাজ শুধু নির্বাচকদের দরজায় কড়া নাড়েনি, ভেঙেচুরে দিয়েছে।’
ভেঙেচুরে দিয়ে সরফরাজ অবশেষে ভারত দলে সুযোগ পেয়েছেন, সেটাও লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা চোটে পড়েছেন বলে। এমনিতে ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টের দলে তিনি ছিলেন না। এত দিন অপেক্ষার পর জায়গা মেলায় তাঁকে যাঁরা অভিনন্দন জানিয়েছেন, সেই বার্তাতেও উঠে এসেছে সরফরাজের এত দিনের প্রতীক্ষার কথা।
২০০৯ সালে মাত্র ১২ বছর বয়সে ভারতের হ্যারিস শিল্ড আন্তস্কুল টুর্নামেন্টে ৪৩৯ রানের ইনিংস খেলে আলোয় আসেন সরফরাজ। ভারতের ঘরোয়া ক্রিকেটে ২০১৯ সাল থেকে অবিশ্বাস্য পারফর্মও করছেন। ২০১৯-২০ ও ২০২১-২০২২ টানা দুই মৌসুমে রঞ্জি ট্রফিতে তিনি করেছেন ৯০০–এর বেশি রান। ঘরোয়া ক্রিকেটে ৬৬ ইনিংসে তাঁর গড় ৬৯.৮৫, যা ক্রিকেটে ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। সর্বোচ্চ গড় ৯৫.১৪ স্যার ডন ব্রাডম্যানের।
২০২০ সালের পর প্রথম শ্রেণির ক্রিকেটে সরফরাজ ২০০০–এর বেশি রান করেছেন, গড় ৮২.৪৬। এ সময়ে প্রথম শ্রেণির ক্রিকেটে এমন গড়ে এত রান বিশ্বের আর কোনো ক্রিকেটার করতে পারেননি। সরফরাজ তাই সেই ২০২০ সাল থেকেই দলে ডাক পাওয়া প্রহর গুনছিলেন। এমনকি গত বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে তাঁর আগে টেস্ট দলে বিবেচিত হয়েছেন টি-টোয়েন্টি সেনসেশন সূর্যকুমার যাদব।
এত অপেক্ষার পর ডাক পাওয়া সরফরাজেরে পরিবারের জন্য স্বপ্ন পূরণ হওয়ার মতো। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে সরফরাজের বাবা নওশাদ খান সবাইকে ধন্যবাদ দিয়েছেন, ‘সরফরাজ প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে, যেখানে ও বেড়ে উঠেছে। জাতীয় ক্রিকেট একাডেমিকে ধন্যবাদ, যেখানে গিয়ে ও অভিজ্ঞতা অর্জন করেছে। ওর প্রতি বিশ্বাস রাখার জন্য বিসিসিআই ও নির্বাচকদের ধন্যবাদ এবং সব সমর্থককে, যাঁরা ওর জন্য প্রার্থনা করেছেন, সমর্থন দিয়েছেন।’
সরফরাজের দলে ডাক না পাওয়ায় এর আগে সব সময়ই প্রতিবাদ করেছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। সরফরাজ ডাক পাওয়ার পর এক্সে তিনি লিখেছেন, ‘ঘরোয়া ক্রিকেটের উইকেটে অগণিত ঘণ্টা পার করা থেকে জাতীয় দলে ডাক পাওয়া, সরফরাজ ও তাঁর পরিবারের স্বপ্ন পূরণ হয়েছে। ভারত দলে প্রথমবার ডাক পাওয়ায় তোমাকে অভিনন্দন।’
প্রথমবার দলে ডাক পাওয়া সরফরাজ কি একাদশে সুযোগ পাবেন? মিডল অর্ডার এই ব্যাটসম্যানের সঙ্গে দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার সৌরভ কুমার ও ওয়াশিংটন সুন্দর। আগে থেকেই দলে আছেন রজত পাতিদার। মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে রাহুলের জায়গায় কে খেলবেন—সরফরাজ নাকি রজত? দলের সমন্বয় অন্যভাবেও হতে পারে। মোহাম্মদ সিরাজকে বসিয়ে দলে সরফরাজ ও রজত দুজনকেই দেখা যেতে পারে। আর জাদেজার জায়গায় আসতে পারেন নতুন ডাক পাওয়া দুই অলরাউন্ডারের যেকোনো একজন। তবে সেই সম্ভাবনা কম।
কারণ, জাদেজার জায়গা কুলদীপ যাদবের খেলার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে সরফরাজ ও রজত—দুজনের একসঙ্গে খেলার সম্ভাবনা খুবই কম। কারণ, হায়দরাবাদের মতো ভাইজাগেও থাকবে স্পিন–সহায়ক উইকেট। স্পিন বোলিং অলরাউন্ডাররা সেখানে বাড়তি প্রাধান্য পাবেন।
তবে সরফরাজের জন্য ইতিবাচক বিষয় হচ্ছে, স্পিন বোলিংয়ে তিনি বেশ ভালো খেলেন। সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে ১৬০ বলে ১৬১ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ভাইজাগে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট।