রোহিত সিডনি টেস্টে খেলবেন কি খেলবেন না, কিছুই জানালেন না গম্ভীর

ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। সিডনিতে আজ সংবাদ সম্মেলনেএএফপি

খবরটা বের হয়েছিল গতকাল। ভারতের সংবাদমাধ্যমই জানিয়েছিল, রোহিত শর্মাদের ড্রেসিংরুমের পরিস্থিতি উত্তপ্ত। বিরোধের সূত্রপাত ঘটেছে ড্রেসিংরুমে। কোচ গৌতম গম্ভীরও নাকি বলেছেন ‘অনেক হয়েছে...।’ সিডনি টেস্ট শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে এ নিয়ে খোলামেলা কথা বলেন ভারতের প্রধান কোচ গম্ভীর। ড্রেসিংরুমে বিরোধ নিয়ে গম্ভীর যা যা বলেছেন, তাতে হ্যাঁ ও না—দুইরকম উত্তরই পাওয়া যায়।

আরও পড়ুন

বোর্ডার-গাভাস্কার সিরিজে আগামীকাল সিডনিতে বাংলাদেশ সময় ভোরে শুরু হবে পঞ্চম ও শেষ টেস্ট। মেলবোর্নে ১৮৪ রানের জয়ে টেস্ট সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। চাপে থাকা ভারতের ড্রেসিংরুম নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল, ম্যাচের পরিস্থিতি ভুলে গিয়ে ‘ন্যাচারাল গেমের’ নামে খেলে আউট হওয়া ব্যাটসম্যানদের ওপর ক্ষোভ ঝাড়েন গম্ভীর। এখন থেকে দলের প্রয়োজন অনুযায়ী না খেললে তাঁকে বিদায়ের হুমকিও দিয়েছেন।

ভারতের অনুশীলনে যশপ্রীত বুমরার সঙ্গে কোচ গম্ভীর
এএফপি

টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে সাধারণত অধিনায়ক এলেও ভারতের প্রতিনিধি হয়ে এসেছিলেন গম্ভীর। ড্রেসিংরুমে বিরোধের গুঞ্জন নিয়ে তিনি একবার বলেছেন, ‘এগুলো স্রেফ গুঞ্জন, সত্য না।’ এই কথার আগেই অবশ্য গম্ভীর বলেছেন, ‘খেলোয়াড়দের এবং কোচদের মধ্যে বিতর্ক ড্রেসিংরুমেই থাকা উচিত। কড়া কথাবার্তা হয়েছে।’ অর্থাৎ, গম্ভীরের পরের কথায় মনে হতে পারে যে, ড্রেসিংরুমের পরিবেশ একটু হলেও উত্তপ্ত হয়েছিল। যদিও এ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে গুঞ্জন বলেও দাবি করেছেন তিনি।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে রোহিতের অনুপস্থিতি নিয়ে গম্ভীর বলেছেন, ‘রোহিতের কোনো সমস্যা নেই। প্রধান কোচ আছে, এতে সব ঠিক থাকার কথা। আমরা উইকেট দেখে (একাদশ) ঠিক করব আগামীকাল।’ বাজে ফর্মে থাকা রোহিত সিডনিতে খেলবেন কি না, এই প্রশ্নের উত্তরে গম্ভীর বলেছেন, ‘এই মাত্র বলেছি আমরা উইকেট দেখে আগামীকাল একাদশ ঘোষণা করব। উত্তরটা তাই বদলাচ্ছে না।’

দলের পরিস্থিতি নিয়ে গম্ভীর বলেছেন, ‘সবকিছু নিয়ন্ত্রণেই আছে। ৪০-৪৫ দিন আগে কেউ যদি বলতেন, আমরা সিডনিতে সিরিজ ড্র করার মতো অবস্থানে থাকব, সেই অবস্থানে থাকতে পারাটা আসলে ভালোই।’ গম্ভীর এরপর বলেছেন, ‘আমি কোনো খেলোয়াড়কে নিয়ে কথা বলব না, কারণ হারে কিংবা জেতে দল। দলের জন্য খেলা মানে খেলোয়াড়কে সেরাটা দিতে হচ্ছে। কোচ এবং খেলোয়াড়দের মধ্যে যে কোনো বিতর্ক তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। আমরা শুধু ফলটাই দেখি। সৌভাগ্যজনক কিংবা দুর্ভাগ্যজনকভাবে খেলায় এটাই গুরুত্বপূর্ণ।’

সিডনির উইকেট দেখে ভারতের একাদশ ঠিক করার কথা জানিয়েছেন গম্ভীর
এএফপি

ড্রেসিংরুমে সৎ থাকাকে গুরুত্ব দিয়ে গম্ভীর বলেছেন, ‘ড্রেসিংরুমে যতক্ষণ পর্যন্ত সৎ মানুষেরা থাকবেন, ভারতের ক্রিকেট নিরাপদেই থাকবে। একমাত্র পারফরম্যান্সই আপনাকে ড্রেসিংরুমে রাখতে পারে। সত্যি কথা এবং সততা গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন

পারফরম্যান্সের কথা ধরলে সিডনি টেস্টে ভারতের অধিনায়ক রোহিতের দলে থাকার সুযোগ নেই। চলতি সিরিজে ৩ টেস্টে ৫ ইনিংস ব্যাট করে ৬.২০ গড়ে ৩১ রান করেছেন রোহিত। অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী দলের অধিনায়কদের মধ্যে সর্বনিম্ন ব্যাটিং গড় এখন তাঁর। স্কোয়াডে শুবমান গিলের মতো ওপেনার আছেন, যাঁকে মেলবোর্নে খেলানো হয়নি। রানখরায় থেকেও রোহিত ওপেন করায় তাঁকে স্বার্থপরও বলেছেন ভারতের বিশ্লেষক ও সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।

গম্ভীর জানিয়েছেন, দলের দুই সিনিয়র খেলোয়াড় বিরাট কোহলি ও রোহিতের সঙ্গে সিডনি টেস্ট কীভাবে জেতা যায়, এই বিষয় ছাড়া আর কোনো বিষয়ে কথা হয়নি, ‘আমাদের মধ্যে শুধু এই বিষয়েই কথা হয়েছে যে পরের টেস্টটি কীভাবে জিততে পারি। কারণ, আমরা জানি, সামনের টেস্টটি কত গুরুত্বপূর্ণ।’