ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের ক্যারিয়ার ধ্বংস করছে, অভিযোগ ইমরুলের

জাতীয় দলের ব্যাটসম্যান ইমরুল কায়েসপ্রথম আলো

বিসিবি অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার ধ্বংস করছে—অভিযোগ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিযোগ তুলে ইমরুল ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালকদের দায়িত্ব থেকে সরে যেতে অনুরোধ করেছেন। গতকাল প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আজ এ দাবি তুললেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার।

জাতীয় দলের হয়ে ১৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইমরুল আজ এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে।’

এরপর তিনি বলেন, ‘সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সাথে ন্যূনতম সম্মান দেখানো হয় না।’

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ও সাবেক ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান
প্রথম আলো

বর্তমান বোর্ডকে দায়িত্ব ছেড়ে দিতে বলে ইমরুল লিখেছেন, ‘বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ। তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট। ইনশা আল্লাহ।’

রক্তক্ষয়ী আন্দোলনের মুখে গতকাল পদত্যাগ করে দেশ ছেড়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আজ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন

বিসিবির সভাপতি হিসেবে এখনো আছেন শেখ হাসিনা সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। বর্তমানে তিনি দেশে নেই বলে জানা গেছে। এদিকে গতকালের ঘটনাপ্রবাহের পর আজ সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গিয়েছিলেন বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। তাঁদের দাবি, আওয়ামী লীগ সরকারের অধীনে এত দিন বিসিবিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এসবের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।