বাবর-আমিরদের এবার রিজওয়ানের নেতৃত্বে খেলতে হবে

পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৫১ বার ইনিংস উদ্বোধন করেছেন বাবর–রিজওয়ানএএফপি

টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাবর আজম-মোহাম্মদ আমিররা অনেকের নেতৃত্বেই খেলেছেন। কিন্তু মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে তাঁরা দুজন কখনোই খেলেননি। বাবর-আমিরের ক্যারিয়ারে আগে যেটা ঘটেনি, এবার সেটাই হতে যাচ্ছে। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে রিজওয়ানের নেতৃত্বে খেলবেন পাকিস্তানের এই দুই তারকা।

রিজওয়ানকে অধিনায়ক করার ঘোষণা আজই দিয়েছে গ্লোবাল টি-টোয়েন্টির দল ভ্যাঙ্কুবার নাইটস। ঘোষণাটি তারা দিয়েছে এভাবে, ‘ভ্যাঙ্কুবার নাইটস গ্লোবাল টি-টোয়েন্টির চতুর্থ মৌসুমে অধিনায়ক বেছে নিয়েছে: স্যার মোহাম্মদ রিজওয়ান। অসাধারণ ব্যাটিং দক্ষতা এবং দারুণ উইকেটকিপিং দিয়ে তিনি আমাদের জয় এনে দিতে তৈরি। প্রস্তুত হও, নাইটস!’

আরও পড়ুন
পাকিস্তান অধিনায়ক বাবর আজম (বাঁয়ে) ও ফাস্ট বোলার মোহাম্মদ আমির
আইসিসি

গ্লোবাল টি-টোয়েন্টিতে এবার খেলছেন ৭ পাকিস্তানি ক্রিকেটার। মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম ও মোহাম্মদ আমির ছাড়াও আছেন আসিফ আলী, ইফতিখার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নেওয়াজ।

এই সাত ক্রিকেটারের মধ্যে রিজওয়ানের নেতৃত্বে বাবর ও আমির ছাড়া খেলবেন আসিফ আলী। টরন্টো ন্যাশনালসে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে খেলবেন আফ্রিদি ও নেওয়াজ। আর ইফতিখার আহমেদ খেলবেন বাংলা টাইগার্সের বিপক্ষে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আসছে সময়ে হয়তো অন্য কারও নেতৃত্বে খেলা লাগতে পারে পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবরকে। তাঁর নেতৃত্বে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে তেমন কিছুই করতে পারেনি তারা। গ্রুপ পর্ব থেকেই পাকিস্তান ছিটকে পড়ার পর থেকে অধিনায়ক বাবরের সমালোচনা হচ্ছে বেশ।

আরও পড়ুন

এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও বাবরের নেতৃত্বে খেলে প্রথম পর্ব থেকেই ছিটকে গিয়েছিল পাকিস্তান। সেই বিশ্বকাপের পর বোর্ডের চাপে নেতৃত্ব ছাড়তে হয়েছিল বাবরকে। তাঁর জায়গায় টি-টোয়েন্টিতে আফ্রিদি ও টেস্টে শান মাসুদকে অধিনায়ক করা হয়েছিল।

এরপর একটি সিরিজে আফ্রিদির নেতৃত্বে খেলেন বাবর। পাকিস্তান সেই সিরিজ হারার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আফ্রিদিকে সরিয়ে আবার নেতৃত্ব দেওয়া হয় বাবরকে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড কী করবে, কে জানে!

আরও পড়ুন