তাসকিনের টেস্টে ফেরার উপায় জানালেন বিসিবি ফিজিও
তাসকিন আহমেদ সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছর জুনে আফগানিস্তানের বিপক্ষে। তাসকিনকে আবার টেস্ট ক্রিকেটে ফিরতে হলে কী করতে হবে, আজ তা জানিয়েছেন বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম খান। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেসের পরীক্ষা ‘ফিজিক্যাল পারফরম্যান্স অ্যাসেসমেন্ট’ এর পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তাসকিনের চোট–পরবর্তী অবস্থা জানিয়ে বিসিবি ফিজিও বলেছেন, ‘তাসকিন তো এত দিন টি-টোয়েন্টি সংস্করণে খেলেছে। ওই সময় তো লম্বা স্পেল বল করা হয় না। ওর কাঁধের একটা সমস্যা ছিল, এমনকি বিশ্বকাপের সময়ও আমরা তার কাঁধ দেখিয়ে এনেছি। কাঁধের যে সমস্যাটা ছিল, সেটা একই রকম আছে। কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এটা নিয়ে আপনি খেলতে পারবেন। এর মানে হলো, সে যদি ওয়ার্কআউট করে, তাহলে সে খেলতে পারবে। সেদিক থেকে অবশ্যই তাসকিন টেস্টে অ্যাভেইলেবল (পাওয়া যাবে) আছে।’
তবে লম্বা সময় দীর্ঘ পরিসরের ক্রিকেট থেকে দূরে থাকায় তাসকিনকে লম্বা স্পেলে বোলিং করার অভ্যাস নতুন করে গড়ে তোলার কথাও বলেছেন বায়েজেদুল, ‘টেস্ট খেলতে হলে বোলিং ওয়ার্কলোড, লম্বা স্পেল করতে হয়। আস্তে আস্তে বিল্ড আপ করে তারপর টেস্ট খেলতে হয়। সে যেহেতু একটা লম্বা সময় টি-টোয়েন্টি খেলছে, এখন সে চেষ্টা করে দেখবে। সে যদি ভালো অনুভব করে, তাহলে সে ইনশা আল্লাহ আবার টেস্ট খেলতে পারবে।’
আজ জাতীয় দলের সঙ্গে ফিটনেসের পরীক্ষায়ও অংশ নিয়েছেন তাসকিন। তবে বৃষ্টির কারণে বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে দৌড়ানো হয়নি ক্রিকেটারদের। এ ছাড়া মিরপুরের জিমে ফিটনেসের পরীক্ষা দিয়েছেন ক্রিকেটাররা।
বায়েজেদুল জানিয়েছেন, ‘ক্যাম্পিং আজকে থেকেই শুরু হয়ে যাবে। স্কিল নিয়ে আগামীকাল থেকে কাজ করবে। আর রানিং টেস্টটা আবহাওয়ার ওপর নির্ভর করছে। আমাদের প্লেয়ারদের পাওয়া না–পাওয়ার ওপরও অনেক কিছু নির্ভর করবে। অনেক প্লেয়ার “এ” দলে চলে যাবে। পরবর্তী সময়ে জাতীয় দলের প্রোগ্রামে যোগ হবে। সময় বের করে হয়তো পরিকল্পনা করা হবে।’