কাল বিপিএলের ভাষা হবে বাংলা
ভাষার মাস উপলক্ষে কাল বিপিএলের লিগ পর্বের শেষ দিনে বিশেষ পরিকল্পনা আছে বিসিবির। এদিন বিপিএলের ধারাভাষ্যকারেরা পরবেন বাংলা বর্ণমালা লেখা পাঞ্জাবি। সাধারণত ক্রিকেট ধারাভাষ্যের ভাষা ইংরেজি। কিন্তু কাল বাংলায় কিছু ধারাভাষ্যও দেবেন বিপিএলের ধারাভাষ্যকারেরা।
স্থানীয়দের তো বটেই, বিদেশি ধারাভাষ্যকারদেরও বাংলায় কথা বলতে শোনা যাবে। খেলার ফাঁকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাসও শোনা যাবে ধারাভাষ্যে। এক দিনের জন্য বিপিএলের দুটি ম্যাচের ম্যাচ আগে ও পরে সাক্ষাৎকার হবে বাংলায়। খেলোয়াড়েরা পরবেন বাংলায় লেখা আর্মব্যান্ড।
বিপিএলের প্লে–অফের চার দল নিশ্চিত হয়েছে আগেই। কাল বিপিএল পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে জায়গা করে নেওয়ার লড়াই দেখা যাবে। সিলেট স্ট্রাইকার্স শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে, চতুর্থ দল ফরচুন বরিশাল। অন্য দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্সের দৃষ্টি এখন মূলত পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানের দিকে। মিরপুরে কাল মুখোমুখি হবে তারা। জয়ী দল পয়েন্ট তালিকার দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করবে।
১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এ ম্যাচের আগে দুইয়ে আছে রংপুর। সমান পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে থাকায় কুমিল্লা আছে তিন নম্বরে। অবশ্য গাণিতিকভাবে রান রেটে এগিয়ে গিয়ে এই দুই দলের ম্যাচের জয়ী দলের শীর্ষে যাওয়ারও সুযোগ আছে, তবে বাস্তবে সেটি একটু কঠিনই।
কাল দিনের অন্য ম্যাচে বরিশালের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। এই ম্যাচের ফলাফল যা–ই হোক, তাতে বরিশালের ভাগ্য বদলাচ্ছে না। কুমিল্লা–রংপুর ম্যাচের হেরে যাওয়া দলের বিপক্ষে বরিশালকে খেলতে হবে এলিমিনেটর ম্যাচ।