কামিন্স বলছেন, ‘ক্রিকেটাররা মানুষ, রোবট নয়’
ক্রিকেটাররা ‘রোবট নয়’—বিশ্বকাপের পরপরই ভারতে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের পারফরম্যান্স নিয়ে এমন বলেছেন অধিনায়ক প্যাট কামিন্স। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) শেফিল্ড শিল্ডের ম্যাচের বিরতিতে বিশ্বকাপ ট্রফি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমনটি বলেন কামিন্স।
১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালের চার দিন পরই ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপজয়ী দলের সাতজন আছেন এ সিরিজেও। মোটামুটি দ্বিতীয় সারির ভারত দলের কাছে প্রথম দুটি ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া। আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, বিশ্বকাপজয়ী দলের সাতজনের মধ্যে ছয়জন দেশে ফিরে আসছেন। বিশ্বকাপ নায়কদের একটু স্বস্তি দিতে বেন ম্যাকডারমট, জশ ফিলিপে, বেন ডরশুইস ও ক্রিস গ্রিনকে ভারতে পাঠানো হচ্ছে।
ভারতে সিরিজের পর অস্ট্রেলিয়ান গ্রীষ্মে ব্যস্ত সূচি আছে কামিন্সের দলের। পাকিস্তানের পর তারা টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। খেলোয়াড়দের ওপর যে বড় একটা বোঝা আছে, সেটি স্বীকার করে নিয়েছেন কামিন্স। বেশ কয়েকজন গত সেপ্টেম্বর থেকে ভারতে আছেন।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সাংবাদিকদের কামিন্স বলেন, ‘তারা মানুষ, রোবট নয়। বিশ্বকাপে সর্বস্ব উজাড় করে দেওয়া, কদিন পরই আবার খেলতে নামা—শতভাগ দিতে না পারলে তাদের ওপর রুষ্ট হব না।’
কামিন্স যোগ করেন, ‘এরপরও এগুলো অস্ট্রেলিয়ারই ম্যাচ। কয়েকজন তরুণ, যারা নাকি ঠিক প্রথম একাদশে আসে না, তাদের সুযোগ করে দেয় বলে এসব সফর ভালোই। আমার মনে হয় এগুলো গুরুত্বপূর্ণ সফর, এগুলো থেকে অনেক কিছু পেতে পারেন।’
কামিন্স কথা বলেছেন ডেভিড ওয়ার্নারকে নিয়েও। ভারত সিরিজের আগে টি-টোয়েন্টি দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এ বাঁহাতি ওপেনার, যিনি পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন। অবশ্য টেস্ট দলে ওয়ার্নারের জায়গা পড়ে গেছে অনিশ্চয়তার মুখে, লাল বলে ঠিক সুবিধাজনক ফর্মে নেই তিনি। তবে বিশ্বকাপে ৫৩৫ রান করা ওয়ার্নারই ছিলেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান স্কোরার।
কামিন্স বলেছেন, ওয়ার্নার ‘দারুণভাবে বল পেটাচ্ছে এ মুহূর্তে।’ অস্ট্রেলিয়া অধিনায়ক এরপর যোগ করেন, ‘সে শুধু নিজের জন্যই খেলছিল না সেখানে। সে ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে, সত্যিকারের সাহস দেখিয়েছে। প্রতিপক্ষকে আক্রমণ করেছে।’
আগামী ১৪ ডিসেম্বর পার্থে পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের পর সিরিজের শেষ টেস্ট ৩ জানুয়ারি শুরু হবে ওয়ার্নারের ঘরের মাঠ সিডনিতেই।