টি–টোয়েন্টিতে মাহমুদউল্লাহর যত রেকর্ড
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ২০০৬ সালের ২৮ নভেম্বর। খুলনায় সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। ওই ম্যাচের ৯ মাস পর ২০০৭ সালের ১ সেপ্টেম্বর এই সংস্করণে দ্বিতীয় ম্যাচটি খেলে বাংলাদেশ। নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে সেদিন অভিষেক হয় মাহমুদউল্লাহ নামের এক অলরাউন্ডারের। ওই ম্যাচের ১৭ বছর ৩৭ দিন পর আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ। সময়ের হিসাবে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় দীর্ঘতম ক্যারিয়ারের মালিক মাহমুদউল্লাহ বিদায় নিচ্ছেন অনেকগুলো রেকর্ড সঙ্গী করে।
গোয়ালিয়রে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ছিল এই সংস্করণে মাহমুদউল্লাহর ১৩৯তম ম্যাচ। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা তাঁরই। সব দেশ মিলিয়েই মাহমুদউল্লাহর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাত্র তিনজন। এই সিরিজের বাকি দুটি ম্যাচ খেললে সামনে থাকবে দুজন। যৌথভাবে তৃতীয় স্থানে উঠে আসবেন মাহমুদউল্লাহ।