নাজমুলের সেঞ্চুরিতে মিরপুরেও সেঞ্চুরির সেঞ্চুরি
আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টটা তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের ৭০০তম ম্যাচ। সেই ম্যাচে নাজমুল হোসেনের দারুণ সেঞ্চুরি টেস্টের প্রথম দিনে বাংলাদেশকে সর্বোচ্চ রান এনে দিয়েছে। এই সেঞ্চুরিতে দারুণ এক মাইলফলকও ছুঁয়েছে শেরেবাংলা স্টেডিয়াম। এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে এটাই যে ১০০তম সেঞ্চুরি।
মিরপুরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটি গৌতম গম্ভীরের। ২০০৭ সালের ১২ মে ভারতীয় ব্যাটসম্যান বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে করেন ১০১ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি দেখেছে ২৩টি ভেন্যু। সর্বোচ্চ ২৭৮টি সেঞ্চুরি হয়েছে ক্রিকেটতীর্থ লর্ডসে—২৭৮টি।
মিরপুরে কোন দলের কত সেঞ্চুরি
মিরপুরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যান। এদের ১৪ জন বাংলাদেশের।
মিরপুরের শীর্ষ তিন সেঞ্চুরিয়ান
প্রথম দিনটা ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে শেষ করেছে বাংলাদেশ। টেস্টের প্রথম দিনে এটি মিরপুরে বাংলাদেশের সর্বোচ্চ, সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ।
নাজমুল-মাহমুদুলের ২১২ রানের জুটি…
• টেস্টে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ২৩২, ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ইমরুল-শামসুরের।
• মিরপুরে টেস্টে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ২০০, ২০১০ সালে ভারতের বিপক্ষে জুনাইদ-তামিমের।
আন্তর্জাতিক ক্রিকেটে দেশের মাটিতে প্রথম সেঞ্চুরি পেলেন নাজমুল হোসেন। এর আগে নাজমুল টেস্টে ২টি ও ওয়ানেতে একমাত্র সেঞ্চুরিটি করেছেন দেশের বাইরে।
টেস্ট ক্রিকেটে নিজের প্রথম বলে উইকেট পাওয়া ২২তম খেলোয়াড় আফগানিস্তানের নিজাত মাসুদ।