পাকিস্তানের সঙ্গে বোঝাপড়া করেই কি আইসিসি চেয়ারম্যান হয়েছেন জয় শাহ

বিসিসিআই সচিব জয় শাহ, আইসিসির পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনিএএফপি

চ্যাম্পিয়নস ট্রফি খুব বেশি দূরে নয়। আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে এই টুর্নামেন্ট। তবে টুর্নামেন্টটির এবারের আয়োজক পাকিস্তান হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত অংশ নেবে কি না, তা নিশ্চিত নয়।

যদিও জয় শাহ আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভারতের পাকিস্তানে খেলার সম্ভাবনা দেখছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। পাকিস্তানের সঙ্গে কোনো বোঝাপড়ার মধ্য দিয়ে এসেছেন বলেই হয়তো জয় শাহ কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আইসিসি চেয়ারম্যান হয়েছেন বলে মনে করেন লতিফ।

আরও পড়ুন

একটা সময় ছিল, যখন ভারত ও পাকিস্তান নিয়মিত দ্বিপক্ষীয় সিরিজে অংশ নিয়েছে। পাকিস্তানে এসিসি বা আইসিসির কোনো টুর্নামেন্ট কিংবা ত্রিদেশীয় কোনো সিরিজ হলেও অংশ নিয়েছে ভারত। কিন্তু সরকারের অনুমতি না থাকায় ২০০৮ সালের পর ভারত ক্রিকেট দল পাকিস্তান সফরে যায়নি।

রশিদ লতিফ
এএফপি

দুই দলের সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছে ২০১২-১৩ মৌসুমে, যেটি হয়েছিল ভারতের মাটিতে। এরপর সর্বশেষ ২০২৩ বিশ্বকাপ খেলতেও পাকিস্তান দল ভারতে গেছে। কিন্তু একই বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ থাকলেও ভারত সেখানে খেলতে যায়নি। পরে সেটি হয়েছিল হাইব্রিড মডেলে, ভারতের ম্যাচগুলো হয়েছিল শ্রীলঙ্কায়। এবারও এমন কিছু হওয়ার সম্ভাবনা আছে।

আরও পড়ুন

জয় শাহর আইসিসি চেয়ারম্যান হওয়ার বিষয়ে সরাসরি বিরোধিতা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিনি নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তাতেই পাকিস্তানে ভারতের খেলা নিয়ে আশা দেখছেন রশিদ লতিফ। স্পোর্টিং নিউজকে বলেছেন, ‘পিসিবি কোনো একটা কারণে জয় শাহর বিরোধিতা করেনি। আমার মনে হয়, একটা বোঝাপড়া হয়েছে। ভারত যদি পাকিস্তানে আসে, সেটা জয় শাহর প্রচেষ্টায় আসবে, সঙ্গে সরকারের সমর্থনও থাকবে। অর্ধেক অনুমোদন এরই মধ্যে হয়ে গেছে। ভারত পাকিস্তানে আসবে।’

পাকিস্তানে ভারতের খেলা নিয়ে আশা প্রকাশ করেছেন ইউনুস খানও
এক্স/ ইউনুস খান

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনুস খানও আশার কথা বলেছেন। তাঁর মতে, জয়ের ভালো উদ্যোগে ভারত–পাকিস্তান আগের মতো সফরও শুরু করতে পারে, ‘আইসিসি প্রধান হিসেবে জয় শাহ আসায় ক্রিকেটের উন্নতি হওয়া উচিত। তাঁকে খেলোয়াড়দের মানসিকতা বুঝতে হবে। আইসিসির প্রধান হিসেবে ভালো উদ্যোগ নিলে ভারত পাকিস্তানে আসতে পারে। একইভাবে পাকিস্তানও ভারতে যেতে পারে।’

আরও পড়ুন