২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

চট্টগ্রাম টেস্টে অনিশ্চিত তাসকিন

ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তাসকিন খেলবেন কি না নিশ্চিত নয়শামসুল হক

পিঠের চোট থেকে ফিরে এসে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তৃতীয়টিতে খেলেছিলেন তাসকিন আহমেদ। কিন্তু সেদিন ৯ ওভার বল করে ২ উইকেট নিলেও রান দিয়েছেন ৮৯। তাসকিনের গতিও ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটারের ঘরে। বোঝা যাচ্ছিল, চোট থেকে ফেরা তাসকিন সেরা ছন্দে নেই।

এ কারণেই ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তাসকিন খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে তাসকিন নিজেই জানিয়েছেন সে শঙ্কার কথা, ‘এই ম্যাচের আগে যদি বোলিং লোড পুরোপুরি হয়, যদি টিম ম্যানেজম্যান্ট মনে করে আমি খেলব, তাহলে খেলব। যদি না হয়ে থাকে, তাহলে হয়তো এই টেস্টটা ম্যানেজম্যান্ট নাও খেলাতে পারে। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্টটা লক্ষ্য করতে হবে।’

তাসকিন আরও যোগ করেন, ‘এটা নিয়ে এর মধ্যে টিম ম্যানেজম্যান্টের সঙ্গে কথা হয়েছে। যেহেতু মাত্রই চোট থেকে ফিরেছি, তাঁরা আমার বিল্ড আপ নিয়ে দুশ্চিন্তা করছে। ওয়ার্কলোড বিল্ড আপ, ফিটনেস, বোলিং লোড—সবকিছু বাড়ানো নিয়ে কাজ করছি। আমার সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। আমাকে ওয়ার্কলোড প্ল্যান দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ করছি।’

আরও পড়ুন

তাসকিন সর্বশেষ টেস্ট খেলেছেন গত মার্চে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই টেস্ট চলাকালীন সময়ও পিঠের চোটে পড়েন এই পেসার। এরপর শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। সেখানে তাসকিনকে নিয়ে ঝুঁকি নেননি নির্বাচকেরা।