ওমান: জয়ের সংখ্যা বাড়বে কি

সূচি

গ্রুপ বি
বার্বাডোজ
ওমান
ওমান
নামিবিয়া
নামিবিয়া
৩ জুন
সকাল ৬–৩০ মি.
গ্রুপ বি
বার্বাডোজ
ওমান
ওমান
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া
৬ জুন
সকাল ৬–৩০ মি.
গ্রুপ বি
অ্যান্টিগা
ওমান
ওমান
স্কটল্যান্ড
স্কটল্যান্ড
৯ জুন
রাত ১১টা
গ্রুপ বি
অ্যান্টিগা
ওমান
ওমান
ইংল্যান্ড
ইংল্যান্ড
১৩ জুন
রাত ১টা

ওমান: জয়ের সংখ্যা বাড়বে কি

টেলিভিশনে প্রথমবার ওমানের কোনো ম্যাচ দেখানো হয়েছিল ২০১৫ সালে, বিশ্বকাপ বাছাইপর্বে। সেই তারাই ২০১৬ সালে বিশ্বকাপ অভিষেকেই ধর্মশালায় চমকে দিয়েছিল আয়ারল্যান্ডকে। পাঁচ বছর পর যখন টি-টোয়েন্টি দেখল আরেকটি বিশ্বকাপ, ঘটনাক্রমে ওমান তখন সহ-আয়োজক!

প্রথমবার আয়ারল্যান্ডকে হারালেও প্রথম পর্ব পেরোনো হয়নি, পরের আসরেও একমাত্র জয়টি ছিল পাপুয়া নিউগিনির বিপক্ষে। সর্বশেষ আসরে অবশ্য বাছাইপর্বই পেরোতে পারেনি দলটি। এবার এশিয়া থেকে নেপালের সঙ্গে যেটি পেরিয়ে এসেছে।

আরও বেশ কিছু সহযোগী দেশের মতো ওমানের ক্রিকেটও মূলত উপমহাদেশ থেকে যাওয়া খেলোয়াড়দের ওপর নির্ভরশীল। এবারের প্রাথমিক দলে যেমন সে দেশে জন্ম নেওয়া কোনো ক্রিকেটারই ছিলেন না, তাঁরা হয় ভারত না হয় পাকিস্তানের।...আরও

স্কোয়াড

আকিব ইলিয়াস
আকিব ইলিয়াস
অধিনায়ক–ব্যাটসম্যান
জিশান মাকসুদ
জিশান মাকসুদ
বাঁহাতি ব্যাটসম্যান
কাশ্যপ প্রজাপতি
কাশ্যপ প্রজাপতি
ব্যাটসম্যান

এক নজরে

আইসিসি র‍্যাঙ্কিং
১৯
বিশ্বকাপে অংশগ্রহণ
প্রতীক আঠাবলে
প্রতীক আঠাবলে
উইকেটকিপার–ব্যাটসম্যান
আইয়ান খান
আইয়ান খান
অলরাউন্ডার
শোয়েব খান
শোয়েব খান
ব্যাটসম্যান
মোহাম্মদ নাদিম
মোহাম্মদ নাদিম
অলরাউন্ডার
নাসিম খুশি
নাসিম খুশি
উইকেটকিপার–ব্যাটসম্যান
মেহরান খান
মেহরান খান
ব্যাটসম্যান
বিলাল খান
বিলাল খান
বাঁহাতি পেসার
রফিউল্লাহ
রফিউল্লাহ
পেসার
কলিমউল্লাহ
কলিমউল্লাহ
পেসার
ফাইয়াজ বাট
ফাইয়াজ বাট
পেসার
শাকিল আহমেদ
শাকিল আহমেদ
বাঁহাতি স্পিনার
খালিদ কাইল
খালিদ কাইল
ব্যাটসম্যান