ভারত–ইংল্যান্ড: রাহুলের দিন জাদেজারও, হায়দরাবাদে চাপে স্টোকসরা

বল হাতে তিন উইকেট নেওয়া রবীন্দ্র জাদেজা ব্যাট হাতেও অর্ধশতক তুলে নিয়েছেনএএফপি

সকালে শতকের সম্ভাবনা নিয়ে নেমেছিলেন যশস্বী জয়সোয়াল। আটকে গেছেন ৮০ রানে। দিনের মধ্যভাগে লোকেশ রাহুল এগিয়েছেন আরও একটু। তবে থামতে হয়েছে ৮৬ রানে। এমনকি শেষ বিকেলে শতক হাতছানি দিচ্ছিল রবীন্দ্র জাদেজাকেও। তবে ‘ধীরে চলো’ নীতিতে খেলায় তাঁকেও অপেক্ষায় থাকতে হচ্ছে।

হায়দরাবাদে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিকদের আক্ষেপ যদি কিছু থেকে থাকে, সেটা ওই শতক না পাওয়া নিয়েই। নয়তো রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচটিতে দিনটা নিজেদেরই করে নিয়েছে রোহিত শর্মার দল। ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ২৪৬ রানে গুঁড়িয়ে দেওয়া ভারত নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়েই তুলে ফেলেছে ৪২১ রান। দ্বিতীয় দিন শেষেই ভারত এগিয়ে ১৭৫ রানে। চতুর্থ টেস্ট শতকের অপেক্ষায় থাকা জাদেজা ব্যাট করছেন ৮১ রানে। সঙ্গে ৩৫ রানে অপরাজিত অক্ষর প্যাটেল।

ইংল্যান্ডের জন্য দ্বিতীয় দিনটি কেটেছে অনেকটা প্রথম দিনের মতোই। আগের দিনে টস জয়ের মাধ্যমে দিনের প্রথম হাসিটা হেসেছে ইংল্যান্ড। এর পর বাকি দিনে পক্ষে যায়নি কিছুই। নিজেরা আড়াই শর কমে অলআউট হওয়ার পর ভারতকে ২৩ ওভারে ১ উইকেটেই ১১৯ রান তুলতে দেখতে হয়েছে। দ্বিতীয় দিনের প্রথম হাসিও বেন স্টোকসের দলেরই।

২ উইকেট নিয়েছেন জো রুট
এএফপি

৭৬ রানে অপরাজিত থেকে মাঠে নামা জয়সোয়াল এক বাউন্ডারি মেরে দিনের চতুর্থ বলেই ক্যাচ দেন জো রুটের হাতে। শুনতে কিছুটা অস্বাভাবিক মনে হলেও সত্য, বোলারও ছিলেন রুটই; সকালের কন্ডিশনে পেসার বা বিশেষজ্ঞ স্পিনারদের বদলে স্টোকস দিনের প্রথম ওভারে বল তুলে দিয়েছেন তাঁর হাতেই। রুট অবশ্য ওখানেই থামেননি। পরে ফিরিয়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান কেএস ভরতকেও।

আরও পড়ুন

তার আগেই অবশ্য ভারতের লিড এক শ পেরিয়ে গেছে। চারে নামা রাহুল চতুর্থ উইকেটে শ্রেয়াস আইয়ারের সঙ্গে ৬২ আর পঞ্চম উইকেটে জাদেজার সঙ্গে গড়েন ৫৫ রানের জুটি। ৭২ বলে ১৪তম অর্ধশতক পূর্ণ করা রাহুল এগোচ্ছিলেন শতকরের দিকেই। তবে অভিষিক্ত টম হার্টলির বলে মিডউইকেট বাউন্ডারিতে রেহানের ক্যাচ হয়ে থেমে যান ৮৬ রানে।

১২৩ বলে ৮৬ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল
এএফপি

দ্বিতীয় সেশনের দ্বিতীয় ঘণ্টায় রাহুল যখন আউট হন, ততক্ষণে উইকেট ধীর হয়ে এসেছে। শেষ সেশনে রান তোলাই যেখানে কঠিন হয়ে ওঠে।

৫ উইকেটে ৩০৯ রান নিয়ে চা বিরতিতে যাওয়া ভারত দিনের শেষ সেশনে ৩৪ ওভারে তোলে ১১২ রান, যার মধ্যে ১৫ রানই এসেছে হার্টলির করা শেষ ওভার থেকে।

আরও পড়ুন

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):

ইংল্যান্ড: ১ম ইনিংসে ৬৪.৩ ওভারে ২৪৬ (ক্রলি ২০, ডাকেট ৩৫, পোপ ১, রুট ২৯, বেয়ারস্টো ৩৭, স্টোকস ৭০, ফোকস ৪, রেহান ১৩, হার্টলি ২৩, উড ১১, লিচ ০*; বুমরা ২/২৮, সিরাজ ০/২৮, জাদেজা ৩/৮৮, অশ্বিন ৩/৬৮, অক্ষর ২/৩৩)।

ভারত: ১ম ইনিংসে ১১০ ওভারে ৪২১/৭ (জয়সোয়াল ৮০, রোহিত ২৪, গিল ২৩, রাহুল ৮৬, আইয়ার ৩৫, জাদেজা ৮১*, ভরত ৪১, অশ্বিন ১, অক্ষর ৩৫*; উড ০/৪৩, হার্টলি ২/১৩১, লিচ ১/৫৪, রেহান ১/১০৫, রুট ২/৭৭)।

আরও পড়ুন