অশ্বিন ভবিষ্যতে বিসিসিআই, আইসিসি চালাবে—বলছেন সাবেক পাকিস্তান অধিনায়ক

রবিচন্দ্রন অশ্বিন এখন ভারতের সদ্য সাবেক ক্রিকেটারছবি: এএফপি

টেস্ট তো বটেই, সঙ্গে ওয়ানডে আর টি–টোয়েন্টিও ছেড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৮ বছর বয়সী এই ভারতীয় স্পিনারের সামনে শুধু আইপিএল। কিন্তু তারপর?

অবসর নেওয়া ক্রিকেটারদের মধ্যে যাঁরা ক্রিকেটে থাকেন, তাঁদের কেউ কোচিংয়ে নেমে পড়েন, কেউ–বা ধারাভাষ্যে। তবে কোচিং বা ধারাভাষ্যে নয়, ক্রিকেট প্রশাসক হিসেবে অশ্বিনের ভালো সম্ভাবনা দেখেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। যেনতেন প্রশাসক নন, অশ্বিন ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ক্রিকেটের বৈশ্বিক কর্তৃপক্ষ আইসিসির প্রধান হওয়ার মতো মেধাবী বলে মনে করেন রশিদ।

ভারতের হয়ে টেস্টে ৫৩৭ উইকেট নেওয়া অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত সপ্তাহে। অস্ট্রেলিয়া–ভারত ব্রিসবেন টেস্টের শেষ দিনে সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেন এই স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার বিষয়ে ‘এটাই সময়’ ছাড়া বিশেষ কিছু বলেননি অশ্বিন।

রশিদের অনুমান, অশ্বিন হয়তো দল থেকে পর্যাপ্ত সম্মান পাচ্ছিলেন না। আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এই সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যান বলেন, ‘হতে পারে, ক্রিকেটার হিসেবে ড্রেসিংরুমে পর্যাপ্ত সম্মান পাচ্ছিল না। আমি বিষয়টা জানি না। একাদশে থাকবে কি থাকবে না—ওর জন্য ব্যাপারটা অস্বস্তিকর। সে বিশ্বের ৩ নম্বর বোলার, ভারতের হয়ে ৫৩৭ উইকেট নিয়েছে, যেটা অনেক বড় অর্জন। হয়তো মনে করছে, ক্যারিয়ারের শেষ বেলা এসে গেছে। বিশেষ করে ওয়াশিংটন সুন্দরকে যখন প্রাধান্য দেওয়া হচ্ছে।’

আরও পড়ুন

অশ্বিন খেলা ছাড়ার আগে থেকেই ইউটিউব চ্যানেল খুলে সেখানে ক্রিকেটের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন। বিশ্ব ক্রিকেটে ক্ষুরধার ক্রিকেট মস্তিস্ক হিসেবে বিশেষ পরিচিতি আছে অশ্বিনের।

৫৬ বছর বয়সী রশিদের মতে, অশ্বিনের ক্রিকেট–দর্শন, ক্রিকেট নিয়ে ভাবনা তাঁকে ভবিষ্যতে আইসিসির চেয়ারে নিয়ে যেতে পারে, ‘ভারতে অনেক ক্রিকেটার আছে। তবে ক্রিকেটার এবং প্রতিভাবান হিসেবে অশ্বিন অন্য পর্যায়ের। তার গুণাগুণ ভিন্ন মাত্রার। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে সে বিসিসিআই অথবা আইসিসির দায়িত্ব নিতে পারে। সে খুবই নিরহংকারী। বোঝাই যায় না কত বড় ক্রিকেটার। আমার পক্ষ থেকে এবং পাকিস্তানের পক্ষ থেকে তার জন্য শুভকামনা।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ
ফাইল ছবি

টেস্টে বল হাতে ৫০০–এর বেশি উইকেটের পাশাপাশি ৬টি সেঞ্চুরি ও ১৪টি ফিফটি আছে অশ্বিনের। ক্রিকেটার অশ্বিনকে মূল্যায়ন করতে গিয়ে রশিদ বলেন, ‘তার ক্যারিয়ার অসাধারণ। শুধু ব্যাটসম্যান হিসেবেও ৬টা সেঞ্চুরি আছে। যেটা সম্ভবত এম এস ধোনিরও নেই।’

ধোনিরও টেস্টে সেঞ্চুরি ৬টিই। ২০২৫ আইপিএলে ধোনি–অশ্বিনই দুজনই খেলবেন চেন্নাই সুপার কিংসে। তবে রশিদ লতিফের কথা যদি সত্যি হয়, অশ্বিন হয়তো ধোনির মতো ৪৪ বছরেও খেলা চালিয়ে যাবেন না!

আরও পড়ুন