কোহলির পর রুট, স্মিথ, উইলিয়ামসনরা কে কোথায়

সক্রিয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ সেঞ্চুরির মালিক জো রুটরয়টার্স

২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নটিংহাম টেস্টে প্রথম ইনিংসের ১৩০ রানের ইনিংস খেলেছিলেন জো রুট। সেটি ছিল তাঁর টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। এরপর গত ৮ বছরে আরও ২১ বার তিন অঙ্কের মাইলফলক স্পর্শ করেছেন, কিন্তু কোনোটিই অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিল না। দীর্ঘ অপেক্ষার পর অ্যাশেজ প্রতিপক্ষের বিপক্ষে রুট আবার সেঞ্চুরি করলেন গতকাল শুরু হওয়া এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে।

৩২ বছর বয়সী রুটের টেস্ট সেঞ্চুরি এখন ৩০টি। এখনো খেলা চালিয়ে যাচ্ছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি। ৩১ সেঞ্চুরি নিয়ে সামনে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। তবে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে সেঞ্চুরির সংখ্যায় স্মিথকে অনেকটাই পেছনে ফেলেছেন রুট। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে ভারতের বিরাট কোহলির পরেই অবস্থান রুটের। শুধু সেঞ্চুরি সংখ্যাতেই নয়, মোট রান, মোট পঞ্চাশোর্ধ ইনিংসের দিক থেকেও।

আধুনিক ক্রিকেটে ‘ফ্যাব ফোর’ ব্যাটসম্যানদের বাকি দুজন স্মিথ ও কেইন উইলিয়ামসনের অবস্থান রুটের পেছনে। সেটা কেমন, আর কে কোথায় দাঁড়িয়ে সেটিই দেখে নেওয়া যাক এবার।

সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি

সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি কোহলির। ৪৫ সেঞ্চুরি নিয়ে এত দিন দ্বিতীয় স্থানে ছিলেন রুট ও ডেভিড ওয়ার্নার। এজবাস্টন টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করে ওয়ার্নারকে টপকে গেছেন রুট।

তালিকার চতুর্থ স্থানে আছেন ওয়ার্নারের সতীর্থ স্মিথ। তবে সমানসংখ্যক সেঞ্চুরি আছে ভারত অধিনায়ক রোহিত শর্মারও। ৪১ সেঞ্চুরি নিয়ে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে পঞ্চম আর ফ্যাব ফোরের মধ্যে চারে আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন।

১০০
আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি ১০০ সেঞ্চুরি ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের।

সবচেয়ে বেশি রান

সবচেয়ে বেশি রানের দিক থেকেও সবাইকে ছাড়িয়ে কোহলি। সাত হাজার রান কম নিয়ে দ্বিতীয় স্থানে রুট। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রান উইলিয়ামসনের। স্মিথ অবশ্য ১৫ হাজার রানের ঘরে এখনো ঢুকতে পারেননি। চারজনের মধ্যে সবচেয়ে কম ইনিংসও সাবেক অস্ট্রেলিয়া অধিনায়কের।

আন্তর্জাতিক ক্রিকেটে পঁচিশ হাজার রান করেছেন এখন পর্যন্ত ছয়জন ব্যাটসম্যান। এখনো কোহলির ওপরে অবস্থান করছেন শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং, মাহেলা জয়াবর্ধনে ও জ্যাক ক্যালিস।

সবচেয়ে বেশি ৫০‍+ ইনিংস

পঞ্চাশ‍ের বেশি রানের ইনিংসের দিক থেকে কোহলির বেশ পেছনে বাকি তিনজন। ১৪৫টি ইনিংস নিয়ে দ্বিতীয় স্থানে জো রুট। ১৩৩ ইনিংস নিয়ে উইলিয়ামসন চারজনের মধ্যে তৃতীয় স্থানে থাকলেও সক্রিয় ক্রিকেটারদের মধ্যে চতুর্থ, তাঁর চেয়ে একটি ফিফটি‍+ ইনিংস বেশি আছে রোহিত শর্মার।

২৬৪
তিন সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি ২৬৪টি ফিফটি‍+ ইনিংস শচীন টেন্ডুলকারের। দ্বিতীয় সর্বোচ্চ পন্টিংয়ের ২১৭।

সেরা ব্যাটিং গড়  

চারজনের মধ্যে সবচেয়ে বেশি ইনিংস খেলেও পঞ্চাশের বেশি গড় ধরে রেখেছেন কোহলি। আর সবচেয়ে কম খেলা স্মিথ আছেন দ্বিতীয় স্থানে। কাছাকাছি অবস্থানে রুট আর উইলিয়ামসনও।

আন্তর্জাতিক ক্রিকেটে কমপক্ষে ১৫ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে গড়ে সবার ওপরে বিরাট কোহলি।