বিশ্বকাপে পাকিস্তানকে হারানোয় ভারতকে অভিনন্দন ইসরায়েলের

পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও ভারত অধিনায়ক রোহিত শর্মাএএফপি

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরি গাজায় ইসরায়েলের হামলায় নিহত ব্যক্তিদের প্রতি উৎসর্গ করেছিলেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ব্যাপারটা ইসরায়েলের ভালো না লাগাই স্বাভাবিক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত ইসরায়েল। হামাসের আক্রমণের জবাবে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। সেখানকার প্রায় ২৩ লাখ বাসিন্দার জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। গাজার দুর্দশাগ্রস্ত মানুষের প্রতি রিজওয়ানের এই সমব্যথী মনোভাবের পরোক্ষ জবাব দিয়েছে ইসরায়েল সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে জবাবটা সরাসরি রিজওয়ানকে দেয়নি ইসরায়েল সরকার। গত শনিবার ভারত-পাকিস্তান ম্যাচ শেষে জয়ী দলকে অভিনন্দন জানানো হয় ইসরায়েল সরকারের পক্ষ থেকে। ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত। ইসরায়েল সরকারের ভেরিফায়েড এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে গতকাল করা পোস্টে লেখা হয়, ‘ভারতীয় বন্ধুদের ইসরায়েলের প্রতি সহমর্মিতা দেখে আমরা সত্যিই আপ্লুত হয়েছিলাম। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে ভারত জেতায় আমরা খুশি। পাকিস্তান হামাস সন্ত্রাসীদের প্রতি জয়ের নৈবেদ্য দিতে পারেনি।’

আরও পড়ুন
পাকিস্তানকে হারানোর পর ইসরায়েল সরকারের পক্ষ থেকে ভারতকে অভিনন্দন জানানো হয়েছে
ছবি: এএফপি

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও সুপার’ জানিয়েছে, ইসরায়েলি সরকারের তরফ থেকে এই অফিশিয়াল অ্যাকাউন্ট পরিচালনা করা হয়। ভেরিফায়েড এই অ্যাকাউন্টের পরিচিতিতেও লেখা, ‘ইসরায়েল রাষ্ট্রের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে স্বাগতম, ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কূটনৈতিক দল এটা (অ্যাকাউন্ট) চালায়।’

ভারত, শ্রীলঙ্কা ও ভুটানে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নাওয়ার গিলন ভারত-পাকিস্তান ম্যাচের দিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারির একটি ছবি পোস্ট করেন। সেখানে একজন ভারতীয় নাগরিককে একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ‘জিও সুপার’ জানিয়েছে সেই নাগরিক ভারতীয় এবং তাঁর হাতে ধরা প্ল্যাকার্ডে ছিল নরেন্দ্র মোদি ও ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করমর্দনের ছবি। ছবির নিচে লেখা, ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের পাশে আছে ভারত।’

আরও পড়ুন

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল পাকিস্তান। ৩৪৪ রান তাড়া করতে নেমে রিজওয়ানের অপরাজিত ১৩১ রানের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টে রিজওয়ান লেখেন, ‘এই সেঞ্চুরি গাজার ভাইবোনদের জন্য।’

আরও পড়ুন