মেয়েদের এশিয়া কাপ খেলতে বাংলাদেশ নারী ক্রিকেট দল শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে আগামী ১৬ জুলাই। তার আগে ২ জুলাই থেকে বিকেএসপিতে হবে আবাসিক ক্যাম্প।
সেখানে চলমান মেয়েদের লিগের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া ‘বেস্ট অব প্রিমিয়ার লিগ’ দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে পাঁচটি প্রস্তুতিমূলক টি–টোয়েন্টি ম্যাচ খেলবে নিগার সুলতানার দল।
নারী ক্রিকেটের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার জানান, এই ম্যাচগুলোর পারফরম্যান্স দেখেই এশিয়া কাপ ও ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপের দল সাজানো হবে।
‘মেয়েরা এখন প্রিমিয়ার লিগে ৫০ ওভারের ম্যাচ খেলছে। এশিয়া কাপ ও বিশ্বকাপ—দুটিই টি-টোয়েন্টি সংস্করণে। আরও কিছু টি-টোয়েন্টি ম্যাচ খেললে ভালো হবে। পাশাপাশি এই ম্যাচগুলোতে প্রিমিয়ার লিগের পারফরমারদেরও দেখার সুযোগ পাব’, বলেন হাবিবুল বাশার।