‘বুমরার যোগ্য বিকল্প শামি নয়’

চোটের কারণে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বুমরারছবি: বিসিসিআই

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত পরশু ম্যাচের পর রোহিত শর্মাসহ ভারত দলের সবার মুখে ছিল হাসি। অবশ্যই এর একটি কারণ, ম্যাচ জয়। তবে এর চেয়েও মনে হয় ভারতীয়রা বেশি খুশি হয়েছে মোহাম্মদ শামির পারফরম্যান্সে। টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচটিতে এক ওভার বোলিং করে ৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শামি।

চোটের কারণে যশপ্রীত বুমরা ছিটকে গেছেন ভারতের বিশ্বকাপ দল থেকে। তাঁর জায়গায় দলে এসেছেন আরেক ফাস্ট বোলার শামি। কয়েক দিন আগেই তিনি করোনা থেকে সেরে উঠেছেন। করোনা থেকে সেরে ওঠার পর এটিই ছিল শামির প্রথম ম্যাচ। এ ম্যাচে ভালো পারফর্ম করে ভারতীয়দের মনে আশারও সঞ্চার করেছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এক ওভারে ৩ উইকেট নিয়েছেন শামি
ছবি: বিসিসিআই

তবে শামি যতই ভালো পারফর্ম করুন না কেন, বুমরার যোগ্য বিকল্প কি বিশ্বকাপে হতে পারবেন তিনি? এই প্রশ্নটা তুলেছেন খোদ ভারতেরই সাবেক অলরাউন্ডার সুরেশ রায়না। সেই ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১১ রান, হাতে ছিল ৪ উইকেট। অসাধারণ বোলিং করে শামি অস্ট্রেলিয়াকে জিততে দেননি।

শামির প্রথম দুই বলে দুটি ডাবলস নেন অস্ট্রেলিয়ার কামিন্স ও জশ ইংলিস। পরের বলেই কামিন্সকে ফেরান শামি। চতুর্থ বলে রানআউট হয়ে ফেরেন অ্যাস্টন অ্যাগার। এরপর পঞ্চম ও ষষ্ঠ বলে ইংলিস ও কেন রিচার্ডসনকে।

শামির এমন পারফরম্যান্সের পরও রায়না বলেছেন, ‘আমি তাকে বুমরার যোগ্য বিকল্প বলব না। কারণ, আপনি যশপ্রীত বুমরা বা রবীন্দ্র জাদেজার বিকল্প পাবেন না। তারা ভারতের হয়ে ধারাবাহিকভাবে খেলে পারফর্ম করেছে।’

তবে বুমরা ছিটকে পড়ার পর ভারতের হাতে থাকা ফাস্ট বোলারদের মধ্যে শামিই সবচেয়ে এগিয়ে আছেন বলেও মনে করেন রায়না, ‘শামি ভালো করে আসছে, সে ছন্দেও আছে।’ এবারের বিশ্বকাপে দল ১৫ দিন আগে অস্ট্রেলিয়ায় পাঠানো নিয়ে বিসিসিআইয়ের প্রশংসাও করেছেন রায়না।