ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার
ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে সাবেক পেসার অজিত আগারকারকে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আজ বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ আগারকারকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন।
বিসিসিআইয়ের ক্রিকেটবিষয়ক উপদেষ্টা কমিটির (সিএসি) সুপারিশে আগারকারকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক ক্রিকেটার অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জাপে ও সুলক্ষণা নায়েকের সমন্বয়ে গঠিত এই উপদেষ্টা কমিটি প্রধান নির্বাচক হিসেবে আগারকারের সাক্ষাৎকার নিয়েছিলেন। এই পদে তিনিই ছিলেন একমাত্র আবেদনকারী। শেষ পর্যন্ত তারা চূড়ান্ত করেছেন ভারতীয় দলের সাবেক এই পেসারের নিয়োগ।
ভারতের হয়ে আগারকার ১৯১টি ওয়ানডে খেলেছেন। খেলেছেন ২৬টি টেস্ট ও ৪টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। ২০০৭ সালে ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন আগারকার।
২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট সেঞ্চুরি আছে আগারকারের। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টেস্ট জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অ্যাডিলেডে সে টেস্ট ৬ উইকেট পেয়েছিলেন আগারকার। মাত্র ২৩ ম্যাচ খেলে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ডও আছে তাঁর।
প্রধান নির্বাচক হিসেবে আগারকার বছরে ১ কোটি রুপি বেতন পাবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।