ভারতের বিপক্ষে অনিশ্চিত স্টয়নিস

অস্ট্রেলিয়া অলরাউন্ডার মার্কাস স্টয়নিসএএফপি

চোটের সমস্যা পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়ার। ভারতের বিপক্ষে ৮ অক্টোবরের ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দলটি, তবে সে ম্যাচে অনিশ্চিত মার্কাস স্টয়নিসের খেলা। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন এ অলরাউন্ডার, তবে এখনো সেরে ওঠেননি পুরোপুরি।

এ চোটের কারণে মূল টুর্নামেন্ট শুরুর আগে অস্ট্রেলিয়ার দুটি প্রস্তুতি ম্যাচেও ছিলেন না স্টয়নিস। তাঁর খেলার ব্যাপারে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘এ মুহূর্তে তার হ্যামস্ট্রিংয়ে একটু সমস্যা আছে, এ কারণেই প্রস্তুতি ম্যাচগুলো খেলেনি। ভারতের বিপক্ষে তার খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।’

আরও পর্যবেক্ষণের পরই তাঁর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, এমন জানিয়ে ম্যাকডোনাল্ড বলেছেন, ‘আমাদের আজ প্রস্তুতি সেশন ছিল, আগামীকাল আবার করব। ফলে সে আবার কাজগুলো করবে। প্রথম ম্যাচের জন্য তাকে বিবেচনা করা হবে কি না, এরপরই দেখব আমরা।’

সম্প্রতি বোলিংয়ে ওপেন করেছেন স্টয়নিস। দলে বেশ কয়েকজন অলরাউন্ডার থাকলেও তাঁর ভূমিকাটা বেশ গুরুত্বপূর্ণই। শুরুতে স্টয়নিস বোলিং করলে শীর্ষ সারির পেসারদের একজনকে মাঝের ওভারগুলোতে ব্যবহার করতে পারে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পাওয়া লেগ স্পিনার অ্যাডাম জাম্পাও এর পর থেকে খেলেননি। তবে তাঁকে নিয়ে চিন্তা নেই বলে জানিয়েছেন ম্যাকডোনাল্ড। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই তাঁকে খেলানো হয়নি।

এদিকে চোটের কারণে বিশ্বকাপের প্রথম অংশে না থাকা ট্রাভিস হেডের ব্যাপারে এখনো চূড়ান্ত দিনক্ষণ জানতে পারেনি অস্ট্রেলিয়া। জানা গেছে, ১১ বা ১২ অক্টোবর জানা যাবে এ ওপেনার কবে দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

চোটের কারণে বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আগেই। তাঁর জায়গায় অস্ট্রেলিয়া দলে নিয়েছে মারনাস লাবুশেনকে।

আরও পড়ুন