গিল ভুগছেন জ্বরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন তো
চেন্নাইয়ে রোববার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্বাগতিক ভারত। তার আগে দুঃসংবাদ পেল রোহিত শর্মার দল। জ্বরে ভুগছেন ভারতের ওপেনার শুবমান গিল। গত বুধ ও বৃহস্পতিবার ভারতের অনুশীলনে অংশ নেননি গিল। ক্রিকইনফো জানিয়েছে, ভারতের টিম ম্যানেজমেন্ট আশা করছে, এটা ভাইরাসজনিত জ্বর ছাড়া আর কিছু নয়। ম্যাচের আগেই গিলের সুস্থ হয়ে ওঠার আশায় রয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিবৃতিতে বলা হয়েছে, ‘তাকে (গিল) পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিকেল দল তার তত্ত্বাবধান করছে। আশা করা হচ্ছে, সে দ্রুতই সুস্থই হয়ে উঠবে।’ গিল এ বছর দুর্দান্ত ফর্মে আছেন। ওয়ানডেতে এ বছর এখন পর্যন্ত গিলই সর্বোচ্চ রান সংগ্রাহক। ৭২.৩৫ গড়ে করেছেন ১২৩০ রান। সর্বশেষ চার ওয়ানডেতে দুটি সেঞ্চুরি একটি ফিফটি। এর মধ্যে একটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন রোববারের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে।
ক্রিকইনফো জানিয়েছে, গিলকে অস্ট্রেলিয়ার বিপক্ষে না পাওয়া গেলে তাঁর জায়গায় ওপেন করতে পারেন ইশান কিষান। এ বছর পাঁচটি ওয়ানডেতে ওপেন করে তিনটি ফিফটি তুলে নিয়েছেন ইশান কিষান। তবে গিলকে নিয়ে আরও বড় দুশ্চিন্তার খবর জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। নিউজ১৮ দাবি করেছে, গিল ডেঙ্গু টেস্টে পজিটিভ হয়েছেন। জাতীয় দলসংশ্লিষ্ট বিসিসিআইয়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘চেন্নাইয়ে আসার পর থেকেই প্রচণ্ড জ্বরে ভুগছে শুবমান গিল। তার পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার আরও পরীক্ষা করা হবে এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হবে (ভারতের) উদ্বোধনী ম্যাচে সে খেলতে পারবে কি না।’
ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর ক্ষেত্রে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগে। বিসিসিআইয়ের সেই সূত্র আরও বলেছেন, ‘এখনই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক হবে না। ভাইরাস জ্বর হলে সে অ্যান্টিবায়োটিক নিয়েই খেলতে পারবে। তবে সিদ্ধান্তটি সম্পূর্ণই মেডিকেল দলের হাতে।’
ভারতের আরেক সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াও দাবি করেছে, ডেঙ্গু জ্বরে ভুগছেন গিল। সংবাদ সংস্থা এএনআই বিসিসিআইয়ের একটি সূত্রের উদ্ধৃতি প্রকাশ করেছে এ নিয়ে, সেটারই বরাত দিয়ে খবরটি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সেই সূত্র এএনআইকে বলেছেন, ‘ভারতের ব্যাটসম্যান শুবমান গিল ভালো নেই। তিনি ডেঙ্গু জ্বরে ভুগছেন।’ টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ডেঙ্গু জ্বরের উপসর্গ রয়েছে গিলের মধ্যে। এই জ্বর থেকে সেরে উঠতে সাধারণত এক থেকে দুই সপ্তাহ সময় লাগে।