ব্যাট হাতে রিজওয়ানকে মারতে গেলেন বাবর
বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে পাকিস্তান দল। এ সিরিজ সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে রাওয়ালপিন্ডিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচও খেলছেন তারা। সেই প্রস্তুতি ম্যাচে হাস্যরসের জন্ম দিয়েছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। মাঠে এ দুজনের মজার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরালও হয়েছে। পাকিস্তান ক্রিকেটের ভক্ত-সমর্থকেরা এ ঘটনায় বেশ মজা নিচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, আম্পায়ার ওয়াইডের সংকেত দেওয়ার পর ক্রিজ ছেড়ে সামনের দিকে এগিয়ে আসছেন বাবর। বল ধরে তাৎক্ষণিকভাবে ছুড়ে স্টাম্প ভেঙে দেন রিজওয়ান।
এটুকুতে অবশ্য থামেননি পাকিস্তানি এ উইকেটকিপার ব্যাটসম্যান। এগিয়ে এসে বেল ঠিক করতে থাকা আম্পায়ারের কাছে আউটের আবেদনও করেন। বিষয়টি বুঝতে পেরে হাতে থাকা ব্যাট নিয়ে রিজওয়ানকে তাড়া করেন বাবর। অবস্থা বেগতিক দেখে হাত থেকে বল ফেলে হাসতে হাসতে পেছন ফিরে দৌড় লাগান রিজওয়ান।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে চলছে বেশ হাস্যরস। একজন লিখেছেন, ‘ভালো লেগেছে খুব। দেখে আনন্দ পেলাম।’ জাহরা নামের একজন লিখেছেন, ‘এই ভিডিও ২০ বার দেখেছি। দারুণ।’
আরেকজন লিখেছেন, ‘আমার দিনটাই সুন্দর হয়ে গেল।’ কেউ কেউ বাবর-রিজওয়ানের বন্ধুত্ব নিয়ে প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘জীবনে রিজওয়ানের মতো বন্ধু আমারও দরকার।’
হাসিঠাট্টার কারণে আলোচনায় এলেও প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজটা ভালোভাবে করছেন পাকিস্তানি ক্রিকেটাররা। ম্যাচের দ্বিতীয় দিনে অপরাজিত ৮১ রান করেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান সৌদ শাকিল। উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ করেছেন ৪৩ রান। আর রিজওয়ান করেছেন ২৫ রান।
সব মিলিয়ে ৫১.৩ ওভারে পাকিস্তানি ব্যাটসম্যানরা সংগ্রহ করেছেন ৮ উইকেটে ২৩৭ রান। ২৪ রানে ২ উইকেট নিয়েছেন হাসান আলী। এর আগে ম্যাচের প্রথম দিন ১০১ রানে রিটায়ার্ড হন অধিনায়ক শান মাসুদ। বাবর অবসর নেন ৭১ রান করে।