স্টাবস-কোয়েটজিতে ম্লান বরুণের ৫ উইকেট, সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
শুধু ডাম্বুলাতেই নয়, রোববার নাটক জমেছিল ভারত মহাসাগরের ওপর পাড়ে পোর্ট এলিজাবেথেও। সেন্ট জর্জেস পার্কে স্বল্প রানের আরেকটি নাটকীয় ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত করেছিল ৬ উইকেটে ১২৪ রান। ৮৬ রানে ৭ উইকেট হারালেও এক ওভার হাতে রেখেই ম্যাচটি জিতে যায় প্রোটিয়ারা।
প্রোটিয়াদের জয়ের নায়ক ট্রিস্টান স্টাবস ও জেরাল্ড কোয়েটজি। ৮৬ রানে ৭ উইকেট খোয়ানোর পর ভারতীয়দের হতাশ করে অষ্টম উইকেটে ৪২ রানের জুটি গড়েন দুজন। চারে নামা স্টাবস ৪১ বলে ৪৭ রানে ও নয়ে নামা কোয়েটজি ৯ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন।
ভারতকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ১৩তম ওভারেই দক্ষিণ আফ্রিকাকে ৬৬/৬ বানিয়ে দিয়েছিলেন বরুণ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেওয়া বরুণ হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন।
স্টাবস-কোয়েটজিরা যখন জুটি বাঁধেন ২৬ বলে ৩৯ রান দরকার দক্ষিণ আফ্রিকার। ১৭তম ওভারে অর্শদীপকে ছক্কা মেরে সমীকরণটা কিছুটা সহজ বানিয়ে ফেলেন কোয়েটজি। ওই ওভারের শেষ বলে চার মারেন স্টাবসও। ৩ ওভারে ২৫ রান, এমন সমীকরণে আবেশ খানের করা পরের ওভারের প্রথম দুই বলেই চার মারেন কোয়েটজি। ওভার শেষে ১২ বলে ১৩ রান দরকার পরে প্রোটিয়াদের। অর্শদীপের করা ১৯তম ওভারে চারটি চার মেরে সমীকরণটা মিলিয়ে ফেলেন স্টাবস।
এর আগে ভারতের ইনিংসে ৪৫ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এ ছাড়া অক্ষর প্যাটেল ২১ বলে ২৭ ও তিলক বর্মা ২০ বলে ২০ রান করেন।
সিরিজের তৃতীয় ম্যাচ বুধবার সেঞ্চুরিয়নে।