চোটের কারণে এ বছর আর খেলা হচ্ছে না উডের

এ বছর আর খেলা হচ্ছে না উডেরফাইল ছবি

চোটের কারণে বছরের বাকি সময় আর মাঠে দেখা যাবে না ইংলিশ পেসার মার্ক উডকে। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় ঊরুতে টান লাগে উডের।

সতর্কতা হিসেবে পরের দুই টেস্টের দলে তাঁকে রাখা হয়নি। তবে সেই ঊরুর চোট নয়, কনুইয়ের গুরুতর চোটে চলতি বছরে আর মাঠে নামতে পারবেন না এই পেসার। রুটিন চেকআপ করতে গিয়ে কনুইয়ের হাড়ে চোট ধরা পড়েছে উডের।

আরও পড়ুন

তাতে চলতি বছর ইংল্যান্ডের পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরে ৬টি টেস্টে উড খেলতে পারবেন না। এ ছাড়া বছরের বাকি সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫টি ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩টি ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। উড এ ম্যাচগুলোও খেলতে পারবেন না।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পাওয়া সেই ঊরুর চোট থেকে সেরে উঠছেন উড। ঊরু ও কনুইয়ের চোট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উড লিখেছেন, ‘কনুইয়ে আগে থেকে যন্ত্রণা ছিল, ভেবেছিলাম এটি রুটিন চেকআপ। আমার ডান কনুইয়ে খানিকটা হাড়ের চোট আছে, এটা জেনে আশ্চর্য হলাম।’

আরও পড়ুন

উড এরপর যোগ করেন, ‘ওল্ড ট্রাফোর্ডে কুঁচকিতে সামান্য টান লাগার পর কনুইয়ে কিছুটা অস্বস্তি থাকায় আমি ও চিকিৎসক দল মনে করেছিলাম, কনুইটা পরীক্ষা করার উপযুক্ত সময় এটি। ধারণা করেছিলাম, এটা ছোটখাটো কোনো সমস্যা, যেসব নিয়ে ফাস্ট বোলারদের খেলতে হয়, যা নিয়ে আমি খেলেছি। খুবই অবাক হয়েছি যে এত বড় সমস্যা নিয়েই টেস্ট ক্রিকেট খেলছিলাম এবং গতি ধীরে ধীরে বাড়ছিল।’

আগামী বছরের শুরুতে ইংল্যান্ডের জার্সিতে ফেরার আশা উডের
এএফপি

এই চোট নিয়েই ক্যারিয়ারে দ্রুততম বোলিং করছেন উড। মাঠের বাইরে ছিটকে পড়ার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টে ৯৭.১ মাইল গতিতে বল করেন। আগামী বছরের শুরুতে ইংল্যান্ডের জার্সিতে ফেরার আশা উডের। আগামী বছরের শুরুতে ভারত সফরে যাবে ইংল্যান্ড এবং ফেব্রুয়ারিতে পাকিস্তানে খেলবে চ্যাম্পিয়নস ট্রফি।

উডের বদলি হিসেবে লর্ডস টেস্টে খেলেন ওলি স্টোন। কেনিটংটন ওভালে শেষ টেস্ট অভিষেক হয়েছে ২০ বছর বয়সী জশ হালের।

আরও পড়ুন