ক্যাচ নেওয়ায় সবচেয়ে দক্ষ পাকিস্তান, বাংলাদেশ কোথায়
পাকিস্তানের ফিল্ডিং নিয়ে কৌতুকের শেষ নেই। এবার বিশ্বকাপেও সহজ ক্যাচ ছেড়ে হাস্যরসের জন্ম দিয়েছে দলটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ডেভিড ওয়ার্নারের সহজ ক্যাচ ছেড়েছিলেন উসামা মির। তা নিয়ে এখনো ‘মিম’ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাদাব খানও ক্যাচ ছাড়ার জন্য হাস্যরসের পাশাপাশি সমালোচনার শিকার হয়েছেন। কিন্তু জানেন কি, এবার বিশ্বকাপে গতকাল ভারত-শ্রীলঙ্কা ম্যাচ পর্যন্ত ক্যাচ নেওয়ায় সবচেয়ে দক্ষ দলটির নাম পাকিস্তান!
গতকাল ভারত-শ্রীলঙ্কা ম্যাচটি টিভিতে দেখে থাকলে পরিসংখ্যানটা কারও কারও চোখে পড়তে পারে। টিভির স্ক্রিনে দেখানো গ্রাফিকসের পরিসংখ্যান অনুযায়ী, এবার বিশ্বকাপে পাকিস্তান মাত্র ৬টি ক্যাচ ছেড়েছে। বিশ্বকাপে এ পর্যন্ত ৭ ম্যাচ খেলা পাকিস্তান ক্রিকেট দল মাঠে ৪৩টি ক্যাচ নেওয়ার সুযোগ পেয়েছে।
এর মধ্যে নিতে পেরেছে ৩৭টি ক্যাচ। ৮৬ শতাংশ ক্যাচ নিয়ে তালিকার শীর্ষে পাকিস্তান। তবে পাকিস্তান যে ৬টি ক্যাচ ছেড়েছে, তার মধ্যে ২টির জন্য মাশুল গুনতে হয়েছে খুব বেশি। শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ রানে কুশল মেন্ডিসের ক্যাচ ছেড়েছিলেন পাকিস্তানি ওপেনার ইমাম-উল-হক। মেন্ডিস পরে ১২৩ রান করেন। পাকিস্তান যদিও ম্যাচটা জিতেছিল। আর ওয়ার্নার ১০ রানে ‘জীবন’ পেয়ে করেছিলেন ১৬৩। অস্ট্রেলিয়ার কাছে সে ম্যাচে হেরেছিল পাকিস্তান।
ক্যাচ নেওয়ার হার ৮০ শতাংশের ওপরে—বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দলের মধ্যে এমন দল এখন পর্যন্ত পাঁচটি। ক্রম অনুযায়ী তালিকাটি এমন—পাকিস্তান, নেদারল্যান্ডস, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ডাচরা ৩৯ ক্যাচের মধ্যে নিতে পেরেছে ৩৩টি। ছেড়েছে পাকিস্তানের সমান ৬টি ক্যাচ। সাফল্যের হার ৮৫ শতাংশ।
ক্যাচ ছাড়ার ক্ষেত্রে ভারতও অনুসরণ করেছে তাদের প্রতিবেশী রাষ্ট্রের দলকে। মোট ৩১টি ক্যাচের মধ্যে ভারতও ছেড়েছে ৬টি ক্যাচ। ২৫টি ক্যাচ নেওয়া ভারতের সাফল্যের হার ৮১ শতাংশ। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকারও ক্যাচ নেওয়ায় সাফল্যের হার ভারতের সমান (৮১ শতাংশ)। ৩২টি ক্যাচের মধ্যে ইংল্যান্ডও ৬টি ক্যাচ ছেড়েছে, নিতে পেরেছে ২৬টি ক্যাচ। দক্ষিণ আফ্রিকা ৬৩টি ক্যাচের মধ্যে ছেড়েছে ১২টি। নিতে পেরেছে ৫১টি ক্যাচ।
বাংলাদেশ এই তালিকায় ষষ্ঠ দল। ৩৪টি ক্যাচের মধ্যে বাংলাদেশ দল ফেলেছে ৮টি ক্যাচ। ২৬টি ক্যাচ নিয়ে সাফল্যের হার ৭৬ শতাংশ। ক্যাচ নেওয়ার হারে বাংলাদেশের চেয়ে পিছিয়ে অস্ট্রেলিয়া। ৪১টি ক্যাচের মধ্যে ১২টি ক্যাচ ফেলেছে অস্ট্রেলিয়া। ২৯টি ক্যাচ নিয়ে সাফল্যের হার ৭১ শতাংশ।
আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ক্যাচ নেওয়ার হারও ৭১ শতাংশ। ২৮টি ক্যাচের মধ্যে আফগানিস্তান ছেড়েছে বাংলাদেশের সমান ৮টি ক্যাচ। নিতে পেরেছে ২০টি ক্যাচ।
দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় সর্বোচ্চ ক্যাচ পাওয়া দল নিউজিল্যান্ড। ৫৬টি ক্যাচের মধ্যে ১৬টি ছেড়েছে কিউইরা। নিতে পেরেছে ৪০টি ক্যাচ।
৩৬টি ক্যাচের মধ্যে ১৪টি ফেলে ৬১ শতাংশ সাফল্য নিয়ে এই তালিকায় সবার তলানির দল শ্রীলঙ্কা। তাঁরা নিতে পেরেছে ২২টি ক্যাচ।