সেমিফাইনাল বৃষ্টিতে পণ্ড হলে ফাইনালে উঠবে কারা
২৯ জুন বার্বাডোজে শিরোপা নির্ধারণী ম্যাচ। এ ম্যাচ খেলার জন্য আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ও ভারত-ইংল্যান্ড। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দুটি ম্যাচেই আছে বৃষ্টির সম্ভাবনা। শেষ পর্যন্ত বৃষ্টি যদি এতটাই বাধা হয়ে ওঠে যে ম্যাচই শেষ করা গেল না, সে ক্ষেত্রে দুই ফাইনালিস্ট চূড়ান্ত হবে কীভাবে?
এবারের বিশ্বকাপে নকআউটের ম্যাচগুলো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ত্রিনিদাদে, ভারত-ইংল্যান্ড গায়ানায়। এই দুটি ম্যাচের মধ্যে একটিতে রিজার্ভ ডে আছে। অর্থাৎ প্রথম দিনের নির্দিষ্ট সময়ে খেলা শেষ করতে না পারলে পরের দিনেও খেলা হবে। কিন্তু অপরটিতে কোনো রিজার্ভ ডে নেই। কেন একটি ম্যাচেই শুধু রিজার্ভ ডে, আর বৃষ্টিতে সেমিফাইনাল পণ্ড হলে ফাইনালে কে কোন মানদণ্ডে খেলবে, সেটি টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশনের মাধ্যমে আগেই ঠিক করে রেখেছে আইসিসি।
এবারের বিশ্বকাপের ভেন্যুর সঙ্গে ভারতীয় উপমহাদেশের সময়ের পার্থক্য প্রায় রাত-দিন। এ কারণে স্থানীয় সময় সন্ধ্যার ম্যাচ এ অঞ্চলের দর্শকদের দেখতে হয় ভোর–সকালে। ভারতের দর্শকদের প্রাধান্য দিয়ে আইসিসি বিশ্বকাপ শুরুর আগেই রোহিত শর্মাদের জন্য সেমিফাইনালের দিনক্ষণ চূড়ান্ত করে রেখেছিল। আগামীকাল গায়ানার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ভারত যখন টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল শুরু করবে, ভারতে তখন রাত আটটা। এর ঠিক ৪৮ ঘণ্টা পরেই বার্বাডোজে ফাইনাল শুরু হওয়ার কথা রয়েছে। এ কারণে ভারতের সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে নেই।
আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট আকুওয়েদার বলছে, ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। খেলা শুরুর আগে ১০টার আশপাশে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ, তবে ১১টায় সেটি ৭৫ শতাংশ, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়তে পারে। বিবিসি ওয়েদার বলছে, ‘ঝোড়ো বৃষ্টি ও বজ্র হাওয়া’ বয়ে যেতে পারে দুপুরের দিকে।
ভারত-ইংল্যান্ডের ১৪ ঘণ্টা আগে ত্রিনিদাদে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচেও আছে বৃষ্টির সম্ভাবনা। যদিও এখানে বৃষ্টির সম্ভাবনা মাত্র ১৫ শতাংশ; ফাইনালের আগে আড়াই দিনের মতো সময় বাকি থাকায় রিজার্ভ ডেও রাখা হয়েছে। প্রশ্ন হচ্ছে, দুটি সেমিফাইনালের অন্তত একটিও যদি বৃষ্টির কারণে শেষ পর্যন্ত সম্পন্ন না হয়, তাহলে ফাইনালে কে উঠবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন বলছে, সেমিফাইনালের খেলা পণ্ড হলে সুপার এইটে এগিয়ে থাকা দল সরাসরি ফাইনালে উঠে যাবে। আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকার মধ্যে সুপার এইটের নিজ গ্রুপ থেকে সেরা অবস্থান নিয়ে এসেছে প্রোটিয়ারা। সুপার এইটের গ্রুপ-টুতে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ছিল ৩ ম্যাচে ৬, বিপরীতে আফগানিস্তান গ্রুপ-১-এ ছিল ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়।
আর ভারত ও ইংল্যান্ডের মধ্যে সুপার এইটে রোহিত শর্মারা পেয়েছেন ৬ পয়েন্ট, জস বাটলাররা ৪। অর্থাৎ ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল পণ্ড হয়ে গেলে ফাইনালে উঠবে ভারত, ওদিকে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে একই পরিস্থিতি ঘটলে ফাইনালে উঠবে দক্ষিণ আফ্রিকা।