বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে পাকিস্তান সরকার

ভারতে কি বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান দলফাইল ছবি: এএফপি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সদ্য সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি গত সপ্তাহে জানিয়েছিলেন, অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দল খেলবে কি না, তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। এবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ নিয়ে কাজ শুরু করেছে। ভারতে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেওয়ার সম্ভাবনার সব দিক বিবেচনা করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

পাকিস্তান ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেবে কি না, এ নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে। এশিয়া কাপ খেলতে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানানোর পর এই জটিলতার সৃষ্টি হয়। পিসিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ভারত এশিয়া কাপ খেলতে না এলে পাকিস্তান বিশ্বকাপ খেলতে সেখানে না–ও যেতে পারে। পরে জানানো হয়, ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে পাকিস্তান সরকারের ওপর। এ জন্য বিশ্বকাপের সূচি দিতেও দেরি হয়েছে আইসিসির।

বিশ্বকাপের আয়োজক হিসেবে খসড়া সূচি তৈরি করে আইসিসির কাছে পাঠিয়েছে বিসিসিআই, যা মতামতের জন্য অংশগ্রহণকারী দেশগুলোর বোর্ডের কাছে পাঠিয়েছে আইসিসি। খসড়া সূচি নিয়ে পিসিবি আইসিসিকে কী বলেছে, এ নিয়ে নাজাম শেঠি বলেছিলেন, ‘আইসিসিকে লেখা চিঠিতে বলেছি, (বিশ্বকাপের সূচি নিয়ে) আমরা সম্মতি কিংবা অসম্মতি কিছুই দিতে পারছি না। এটা আমাদের সরকারের সিদ্ধান্ত, ঠিক যেভাবে ভারতের ক্ষেত্রেও তাদের সরকার ঠিক করে দেয়। তাই আহমেদাবাদে খেলব কি না, সে প্রশ্ন আমাদের করে লাভ নেই। সময় হলে প্রথমে আমরা (পিসিবি) সিদ্ধান্ত নেব, (বিশ্বকাপে খেলতে) যাচ্ছি কি না, তারপর সরকার সিদ্ধান্ত নেবে আমরা কোথায় খেলতে যাচ্ছি—এ দুটি শর্তের ওপর আমাদের বিশ্বকাপ–সিদ্ধান্ত নির্ভর করছে।’

আরও পড়ুন

এবার পাকিস্তান পররাস্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন। ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুমতাজ জাহারা বালুচ নামের সেই মুখপাত্র বলেছেন, ‘আগামী ৪ জুলাই সাংহাই কো-অপারেশন বৈঠকে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত পেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। পাকিস্তান এই সম্মেলনে অংশ নেবে। ক্রিকেট নিয়ে বলতে পারি, পাকিস্তান মনে করে খেলাধুলার সঙ্গে রাজনীতি জড়ানো ঠিক নয়। ভারতের পাকিস্তানে খেলতে না চাওয়ার সিদ্ধান্ত হতাশাজনক। পাকিস্তানের বিশ্বকাপে খেলা না–খেলার বিষয়ে সব দিক বিবেচনা করে দেখা হচ্ছে এবং এর মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিও আছে। আমরা সময়মতো পিসিবিকে নিজেদের মতামত জানিয়ে দেব।’

ভারতে ওয়ানডে বিশ্বকাপ ৫ অক্টোবর শুরু হবে। এর ১০ দিন পর ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ রাখা হয়েছে। আহমেদাবাদের পাশাপাশি কলকাতা, চেন্নাইসহ ভারতের ৫টি ভেন্যুতে রাখা হয়েছে পাকিস্তানের ম্যাচ। সর্বশেষ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান দল। এবার ওয়ানডে বিশ্বকাপে নিজেদের লিগ ম্যাচের দুটি ভেন্যু অদলবদল করতে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে পিসিবি। বিশ্বকাপের বর্তমান সূচি অনুযায়ী, ২০ অক্টোবর বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান এবং ২৩ অক্টোবর চেন্নাইয়ে পাকিস্তানের প্রতিপক্ষ আফগানিস্তান। পাকিস্তান এ দুটি ম্যাচের ভেন্যু অদলবদল করতে চেয়েছিল। কিন্তু আইসিসি ও বিসিসিআই পিসিবির এই অনুরোধে সাড়া দেয়নি।