‘বিরাট কোহলি, তুমিই রাজা’

এমসিজিতে নিজের ও ভারতের অন্যতম সেরা ইনিংস খেলেছেন বিরাট কোহলিএএফপি
৯০ হাজার ২৯৩ জন দর্শক। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। ভারত-পাকিস্তান। বক্স অফিস! টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা ম্যাচে ভারতের ইতিহাসেরই অন্যতম সেরা ইনিংস খেললেন বিরাট কোহলি। ম্যাচের সময়, ম্যাচের শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে ঝড়…

বিরাট কোহলি : রাজা।

রবিচন্দ্রন অশ্বিন যখন নামেন, ম্যাচে হয়তো এগিয়ে ছিল পাকিস্তানই। নেওয়াজ ওয়াইড করেছিলেন, তবে সেটি ছেড়ে দেওয়ার মতো ঠাণ্ডা মাথা ছিল অশ্বিনের। যুবরাজ সিং প্রশংসা করেছেন। সঙ্গে বলছেন, ভারত-পাকিস্তানের লড়াই একটা ম্যাচের চেয়েও বেশি, এটা একটা আবেগের নাম।

এমসিজিতে কী হচ্ছিল, বুঝে উঠতে পারছিলেন না জফরা আর্চার...

বিশ্বাস করতে পারছিলেন না মারনাস লাবুশেন! কেইবা করতে পেরেছেন!

এমন টি-টোয়েন্টি ম্যাচ দেখেছেন বলে মনে করেন না মার্ক ওয়াহ।

এমন ম্যাচের কারণেই তো খেলা ভালোবাসেন, বলছেন রশিদ খান।

এমসিজির ফুল হাউসের সামনে খেলার অভিজ্ঞতা ভালোই আছে স্টুয়ার্ট ব্রডের। তবে এমন বিনোদন কমই পেয়েছেন তিনি!

হার্শেল গিবসের কথাগুলো হয়তো সবারই!

কোহলি এমন খেললে কিছু করার থাকে না, মোহাম্মদ হাফিজ যেন মনে করিয়ে দিলেন সেটিই।

এমন ম্যাচের পর জয়-পরাজয় ব্যাপার নয়, বলছেন ওয়াহাব রিয়াজ।

কোহলির সেরা ইনিংস, মত শচীন টেন্ডুলকারের।

মুগ্ধ মিতালি রাজ...

শেন ওয়ার্নের নামে এমসিজির স্ট্যান্ডের নামকরণ করার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ওয়ার্ন বেঁচে থাকলে নিশ্চয়ই এ ম্যাচে ধারাভাষ্য দিতেন, এমন ম্যাচ দেখে রোমাঞ্চিতও হতেন! ইশা গুহ এমন ম্যাচের পর স্মরণ করেছেন অস্ট্রেলিয়ার স্পিন জাদুকরকে।