বিশ্বকাপে আজ বন্ধুদের লড়াই

নিউজিল্যান্ড–নেদারল্যান্ডস দুই দলে আছেন এমন বেশ কয়েকজন খেলোয়াড়, যারা একসঙ্গে খেলেছেন।ফাইল ছবি: আইসিসি

লোগান ফন বিক আন্তর্জাতিক ক্রিকেট খেলেন নেদারল্যান্ডসের হয়ে। কিন্তু তিনি একজন নিউজিল্যান্ডার। ওয়েলিংটনে জন্ম এই ফাস্ট বোলারের দাদা স্যামি গুইলেন টেস্ট ক্রিকেট খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের হয়ে। ফন বিকও নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন বয়সভিত্তিক ক্রিকেট। প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি খেলেছেন ওয়েলিংটনের ক্যান্টারবুরি দলের হয়ে। ২০১০-১১ মৌসুমে ক্যান্টারবুরি দলে ফন বিকের সতীর্থ ছিলেন টম ল্যাথাম ও ম্যাট হেনরি। তিনজনের চোখেই তখন নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলা স্বপ্ন। ফন বিক তো তাঁর বাড়ির দেয়ালে ‘২০১৫ বিশ্বকাপ’ লিখে রেখেছিলেন!

ল্যাথাম ও হেনরি—দুজনই ২০১৫ বিশ্বকাপ খেলেছেন তাঁদের দেশের হয়ে। কিন্তু ফন বিকের অপেক্ষা করতে হয়েছে ২০২৩ পর্যন্ত। তবে নিউজিল্যান্ডের হয়ে নয়, তিনি বিশ্বকাপ খেলছেন নেদারল্যান্ডসের হয়ে। আজ হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ফন বিকের সেই নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর কিউইদের নেতৃত্ব দেবেন ফন বিকের একসময়ের সতীর্থ ল্যাথাম, একাদশে থাকতে পারেন পেসার হেনরিও।

শুধু ফক বিক নন, নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক্স ও’ডাউডের মা ডাচ, বাবা কিউই। ও’ডাউডও ক্যারিয়ার শুরু করেছিলেন অকল্যান্ডে। এখনো আন্তর্জাতিক ক্রিকেটের ফাঁকে তিনি নিউজিল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলেন। নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে থাকা তেজা নিদামানুরুও অকল্যান্ডের ক্রিকেটার। ২০১৮ সালে তাঁর লিস্ট ‘এ’ অভিষেক হয় অকল্যান্ডের হয়ে। সে দলে তাঁর সতীর্থ কারা ছিলেন জানেন? নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল থাকা তিন ক্রিকেটার মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন ও গ্লেন ফিলিপস। সেদিক থেকে হায়দরাবাদে আজ ডাচ ও কিউইদের ম্যাচটাকে বন্ধুদের মধ্যে লড়াই বলাই যায়।

কেইন উইলিয়ামসনের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন টম ল্যাথাম
ছবি: এএফপি

দুই দলের লড়াইটা নিশ্চয়ই দেখার মতো হবে। কিউইরা তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে। কাগুজে সম্ভাবনায় গত দুই বিশ্বকাপের রানার্সআপরা নিশ্চিতভাবে এগিয়ে থাকবে। নিউজিল্যান্ডের বেশির ভাগ ক্রিকেটার আইপিএল খেলায় হায়দরাবাদের কন্ডিশন তাদের ভালো জানার কথা। নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন আইপিএলের পাঁচ মৌসুম খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।

আরও পড়ুন

যাঁরা আইপিএল খেলেননি, তাঁদের মধ্যে আছেন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরি করা রাচিন রবীন্দ্র। তাঁর কাছেও হায়দরাবাদ অপরিচিত কিছু নয়। নিউজিল্যান্ডের ওয়েলিংটনের যে ক্লাবে তিনি খেলেন, সেই ক্লাবের সঙ্গে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ‘এক্সচেঞ্জ প্রোগ্রাম’–এর অংশ হিসেবে আন্তর্জাতিক অভিষেকের আগেই এই মাঠে বেশ কিছু ম্যাচ খেলেছেন তিনি। সবদিক থেকেই আজকের ম্যাচটায় ফেবারিট কিউইরা।

নিউজিল্যান্ড এ ম্যাচটাকে চোট থেকে ফেরা ক্রিকেটারদের ম্যাচের আবহে ফেরার একটি উপলক্ষ হিসেবেও দেখতে পারে। চোটের কারণে দুই পেসার টিম সাউদি ও লকি ফার্গুসনকে প্রথম ম্যাচে পায়নি কিউইরা। দুজনই নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে পারেন, দলের কোচ গ্যারি স্টিড এমন আভাসই দিয়েছেন। তবে নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন এ ম্যাচেও খেলছেন না। ১৩ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি খেলায় ফিরবেন।

আরও পড়ুন

তবু নেদারল্যান্ডসও স্বপ্ন দেখবে, অঘটনের স্বপ্ন। আর অনুপ্রেরণা নেওয়ার জন্য ডাচদের বেশি দূর তাকাতে হবে না। নেদারল্যান্ডস তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে প্রায় হারিয়েই দিয়েছিল। ৩৮ রান তুলতেই ৩ উইকেট হারায় পাকিস্তান, এরপর এক পর্যায়ে ১৮৮ রানে ৬ উইকেটের দলে পরিণত হয় বাবর আজমরা। শেষ পর্যন্ত পাকিস্তান ২৮৬ রান করলেও রান তাড়ায় ২ উইকেটে ১২০ রান তুলে ফেলে ডাচরা। এরপরই স্বপ্নভঙ্গ হয় নেদারল্যান্ডসের। আজ আরও একটি সুযোগ পাচ্ছেন ফন বিকরা।