ছুটি শেষে মাঠে ফিরছেন নাজমুলরা

ঈদের ছুটির পর মাঠে ফিরছেন নাজমুল হোসেন।প্রথম আলো

ঈদের আমেজ শেষ হয়নি। এর মধ্যেই এসে গেছে পয়লা বৈশাখ। ঢাকা শহর এখনো ফাঁকা। কিন্তু ব্যস্ততা বাড়তে শুরু করেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটাররা ফিরছেন ঢাকায়। কাল থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ড।

মিরপুরে প্রাইম ব্যাংক খেলবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আবাহনীর বিপক্ষে। শেখ জামাল ও পারটেক্স খেলবে ফতুল্লায়। বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ গাজী টায়ার্স।

আরও পড়ুন

প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে খেলায় ফিরবেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আঙুলে চোট পাওয়ার পর দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েন মুশফিক। সুস্থ হয়ে প্রিমিয়ার লিগ দিয়ে খেলায় ফেরা তাঁর লক্ষ্য।

আঙুলের চোট সেরে যাওয়ায় অনুশীলন শুরু করেছেন মুশফিকুর রহিম।
শামসুল হক

অভিজ্ঞ এই ক্রিকেটার খেলবেন প্রাইম ব্যাংকের হয়ে। আগামীকাল আবাহনীর বিপক্ষে ম্যাচের আগে আজ প্রস্তুতি নিতে সকালেই মাঠে হাজির তিনি। মিরপুরের ইনডোরে ব্যাটিং করে প্রস্তুতি নিচ্ছেন মুশফিক।

আরও পড়ুন

জাতীয় দলের অন্য ক্রিকেটাররাও প্রিমিয়ার লিগ দিয়ে খেলায় ফিরবেন। তবে তাঁদের অন্য ব্যস্ততাও আছে। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের ফিটনেস টেস্ট দিতে হবে দুই-এক দিনের মধ্যেই।

সব ঠিক থাকলে আগামী ১৮ এপ্রিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় থাকা খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা। জাতীয় দলের কোচদের ঢাকায় ফেরার কথা ২২ এপ্রিল।

আরও পড়ুন

২৮ এপ্রিল বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩, ৫ ও ৭ মে হবে সিরিজের প্রথম তিন ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে না হতেই যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ২১, ২৩ ও ২৫ মে হবে সিরিজের তিনটি ম্যাচ। এরপর বিশ্বকাপের বলয়ে ঢুকে পড়বেন নাজমুলরা।