পাঞ্জাবের ব্যাটিং কোচ কে, খোঁচা মেরে জানতে চাইলেন মাইকেল ভন

মাইকেল ভনের খোঁচা ওয়াসিম জাফরকেফাইল ছবি

মাইকেল ভন সুযোগটা ছাড়লেন না। ওয়াসিম জাফরকে একহাত নিয়েই নিলেন। অবশ্য এর আগে ওয়াসিম জাফরের হাত থেকে রেহাই মেলেনি সাবেক ইংল্যান্ড অধিনায়কের।

দুজনের বন্ধুত্বপূর্ণ রেষারেষির ব্যাপারটি ক্রিকেট দুনিয়ায় সবাই জানেন। টুইটার বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে দুই সাবেক ক্রিকেটার প্রায়ই মেতে ওঠেন টুইটযুদ্ধে। কিছুদিন আগে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর ভনকে টুইটারে খোঁচা দিয়েছিলেন জাফর। ভনও কম যাননি। ভারতীয় ক্রিকেট দলের দুর্বল দিকটা তুলে ধরে জবাবটা দিয়েছিলেন।

আইপিএলে পাঞ্জাবের ব্যাটিং কোচ ওয়াসিম জাফর
ছবি: টুইটার

এত দিন ব্যাপারটি ভারত আর ইংল্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার সেটি আইপিএল–সংক্রান্ত ব্যাপারেও ঢুকে পড়েছে। এবারের আইপিএলে পাঞ্জাব কিংসের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন জাফর। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৭৪ রান তাড়া করতে নেমে ১৫০ রানেই শেষ হয়ে গেছে পাঞ্জাব। এর পরপরই টুইটারে পাঞ্জাবের ব্যাটিং দুর্বলতা নিয়ে ভনের খোঁচা। বললেন, ‘পাঞ্জাবের ব্যাটিং কোচটা যেন কে!’

আরও পড়ুন
আরও পড়ুন

এবারের আইপিএলে এখন পর্যন্ত পাঞ্জাব কিংসের ব্যাটিং নিয়ে অনেক কথা হয়েছে। প্রথম থেকেই দলটা ব্যাটিং দুর্বলতা চোখে পড়ছে অনেকেরই। দলে শুধু শিখর ধাওয়ান ছাড়া ধারাবাহিকভাবে কোনো ব্যাটসম্যানই রান পাচ্ছেন না। ম্যাথু শর্ট, প্রভসিমরান সিংরা অধারাবাহিক। গতকাল বেঙ্গালুরুর কাছে হারের পর ওয়াসিম জাফরকে মেনশন করে ভনের টুইট ছিল এমন, ‘পাঞ্জাবের ব্যাটিংটা খুবই ভঙ্গুর। কেউ কি জানেন এই দলের ব্যাটিং কোচ কে!’

এখন পর্যন্ত ভনের খোঁচার কোনো জবাব দেননি জাফর। তিনি ইংলিশ অধিনায়কের বিরুদ্ধে কেমন বোমা প্রস্তুত করছেন, দেখার বিষয় সেটিই।