নারী বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের নিগার সুলতানা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানাপ্রথম আলো

১২ বছর পর এবারই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তবু সংযুক্ত আরব আমিরাতে কাল শেষ হওয়া বিশ্বকাপে ব্যর্থই বলতে হবে বাংলাদেশকে। নিগার সুলতানার দল অনুমিতভাবে স্কটল্যান্ডকে হারালেও অন্য তিন ম্যাচে যে হেরেছে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা না গড়েই। প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া দলটির হয়ে বলার মতো পারফরম্যান্স ছিল শুধু অধিনায়ক নিগার সুলতানার।

আরও পড়ুন

সেই পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন নিগার। বিশ্বকাপ শেষে আজ ঘোষিত আইসিসির টিম অব দ্য টুর্নামেন্টে জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক। উইকেটকিপার-ব্যাটার হিসেবেই জায়গা পেলেন নিগার।

বিশ্বকাপে চার ম্যাচে ১০৪ রান করা নিগার উইকেটের পেছনে নিয়েছেন ১টি ক্যাচ, করেছেন ৬টি স্টাম্পিং। ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিগারের চেয়ে বেশি ডিসমিসাল নেই অন্য কোনো উইকেটকিপারের।

সর্বশেষ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে উইকেটকিপিংয়ে দারুণ করেন নিগার
আইসিসি

ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হলেও টুর্নামেন্টের সেরা একাদশে সবচেয়ে বেশি তিনজন দক্ষিণ আফ্রিকার, অধিনায়কও দলটির লরা ভলভার্ট। চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের দুজন সেরা একাদশে ও একজন আছেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে। মোট সাত দেশের প্রতিনিধি আছেন টুর্নামেন্টের সেরা দলে।

আরও পড়ুন

২০২৪ নারী বিশ্বকাপ-টিম অব দ্য টুর্নামেন্ট:

লরা ভলভার্ট, দক্ষিণ আফ্রিকা (অধিনায়ক)
তাজমিন ব্রিটস, দক্ষিণ আফ্রিকা
ড্যানি ওয়াইট-হজ, ইংল্যান্ড
অ্যামেলিয়া কার, নিউজিল্যান্ড
হারমানপ্রীত কৌর, ভারত
ডিয়ান্ড্রা ডটিন, ওয়েস্ট ইন্ডিজ
নিগার সুলতানা, বাংলাদেশ (উইকেটকিপার)
অ্যাফি ফ্লেচার, ওয়েস্ট ইন্ডিজ
রোজমেরি মেয়ার, নিউজিল্যান্ড
মেগান শুট, অস্ট্রেলিয়া
ননকুলুলেকো এমলাবা, দক্ষিণ আফ্রিকা
দ্বাদশ খেলোয়াড়
ইডেন কারসন, নিউজিল্যান্ড