বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সারির দল খেলাতে পারে ভারত

অভিষেক–রুতুরাজকে বাংলাদেশের বিপক্ষে সিরিজে দেখা যেতে পারেইনস্টাগ্রাম

ঋষভ পন্ত নেই; তো কী হয়েছে? তাঁর বদলি সঞ্জু স্যামসন ও ঈশান কিষান তো আছেন। আন্তর্জাতিক টি–টোয়েন্টিকে বিদায় জানিয়ে দেওয়া বিরাট কোহলি ও রোহিত শর্মার জায়গা নিতে প্রস্তুত অভিষেক শর্মা ও যশস্বী জয়সোয়াল। আবার তাঁদের বিকল্প হতে পারেন রুতুরাজ গায়কোয়াড়–সাই সুদর্শনরা। ভারতীয় ক্রিকেটের পাইপলাইন এতটাই শক্তিশালী।

বাংলাদেশ বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও পাইপলাইনের একটা পরীক্ষা করে দেখতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই); নাজমুল–মোস্তাফিজ–রিশাদদের বিপক্ষে খেলাতে পারে দ্বিতীয় সারির দল।

বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শুরু ৬ অক্টোবর, শেষ ১২ অক্টোবর। এর ৩ দিন পর; অর্থাং ১৬ অক্টোবর থেকেই আবার নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে ভারতের ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। তাই টেস্ট দলে থাকা ক্রিকেটারদের বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে বিশ্রাম পাওয়া অনেকটা প্রত্যাশিতই।

বিরাট কোহলি ও রোহিত শর্মা টি–টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন
এএফপি

কোহলি, রোহিত, রবীন্দ্র জাদেজা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিনকে টি-টোয়েন্টি ক্রিকেটে বিবেচনা করা হয় না। অর্থাৎ, টেস্ট দলের গুরুত্বপূর্ণ এই চার ক্রিকেটারই নিউজিল্যান্ড সিরিজের আগে বিশ্রাম পাচ্ছেন। বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে শুবমান গিলও খেলবেন না বলে কদিন আগে বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে বিসিসিআইয়ের একটি সূত্র।

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে আগামীকাল শুরু হতে চলা কানপুর টেস্ট, নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ টেস্টসহ ভারত আগামী ৪ মাসে খেলবে ৯টি টেস্ট। সব কটি ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের টানা তৃতীয় চক্রের ফাইনালে উঠতে এই ম্যাচগুলো ভারতের জন্য গুরুত্বপূর্ণ।

ভারত ক্রিকেট দল
বিসিসিআই

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে ৭১.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের পয়েন্টের হারের ব্যবধান ৯.১৭।

বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্ট ধরলে ভারতের বাকি এখনো ৯ ম্যাচ, অস্ট্রেলিয়ার বাকি ৭টি। অর্থাৎ, কোনো টেস্টকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ভারতের। তাই কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য যশপ্রীত বুমরাকেও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দিতে পারে ভারত। তা ছাড়া ২০২৬ এশিয়া কাপের আগে এই সংস্করণের বড় কোনো আসর আপাতত নেই।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে গিল, জয়সোয়াল, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, ঋষভ পন্তকে বিশ্রাম দেওয়া হতে পারে। সুযোগ পেতে পারেন সাই সুদর্শনের মতো তরুণ ব্যাটসম্যান। তবে অধিনায়ক হিসেবে থাকবেন সূর্যকুমার যাদবই, থাকবেন হার্দিক পান্ডিয়াও।

বিশ্রাম পেতে পারেন বুমরা
এএফপি

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পূর্ণশক্তির দল খেলালেও এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় সারির দল খেলিয়েছিল ভারত। জিম্বাবুয়ের সফরে ৫ ম্যাচের সেই সিরিজ ৪–১ ব্যবধানে জিতেছিল গিলের নেতৃত্বাধীন দল।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জিম্বাবুয়ে সিরিজে খেলা বেশির ভাগ ক্রিকেটার বাংলাদেশ সিরিজেও সুযোগ পেতে পারেন। সে ক্ষেত্রে রিয়ান পরাগ, অভিষেক শর্মা, তুষার দেশপাণ্ডেদের বাংলাদেশের বিপক্ষে সিরিজে দেখা যেতে পারে।

আরও পড়ুন