আমির কখন বাবরের সমালোচনা করেন, জানালেন ওয়াহাব রিয়াজ
বাবর আজম ও মোহাম্মদ আমিরের মধ্যে সম্পর্কটা কেমন—এ নিয়ে চর্চা অনেক দিনের। এমন চর্চার বড় কারণ পাকিস্তানের পেসার আমিরের ‘অবদানটা’ই বেশি। কারণ, মাঠে বাবরের দিকে অতি আক্রমণাত্মক হওয়া কিংবা মাঠের বাইরে প্রায়ই বাবরের সমালোচনা করাতেই এমন প্রশ্ন ওঠে। বাবর অবশ্য এদিক থেকে কিছুটা বিপরীত।
বাবর প্রকাশ্যে আমিরের সমালোচনা করেছেন, এমন ঘটনা নেই বললেই চলে। এই দুই ক্রিকেটারের সম্পর্ক নিয়ে এবার কথা বলেছেন আরেক পেসার ওয়াহাব রিয়াজ। পেশোয়ার জালমিতে বাবরের অধিনায়কত্বে খেলা এই ক্রিকেটারের দাবি, আমির বাবরকে বিশ্বমানের বলেই মানেন।
সর্বশেষ পিএসএল শুরুর আগেও বাবরকে নিয়ে করা আমিরের মন্তব্য নিয়ে কম কথা হয়নি। পাকিস্তানের সাবেক এই পেসার দাবি করেছিলেন বাবরকে বল করা আর কোনো টেলএন্ডারকে বল করা একই। এরপর মাঠের খেলাতেই দেখা গেছে এই দুজনের দ্বৈরথ।
বাবরের প্রতি বোলার আমিরের আক্রমণাত্মক মনোভাব কমানো উচিত কি না, এমন প্রশ্নের উত্তরে ওয়াহাব রিয়াজ বলেছেন, ‘না, আমি চাই না, আমিরের আগ্রাসী মনোভাব কমানো উচিত। তবে আমি যখনই আমিরকে বাবরের বিষয়ে জানতে চেয়েছি, আমির সব সময়ই ইতিবাচক কথা বলেছে। আমির বলেছে, বাবর একজন বিশ্বমানের ক্রিকেটার।’
কখন আমির বাবরের সমালোচনা করেন, সে কথাও জানিয়েছেন ওয়াহাব। তবে এই পেসার মনে করছেন, এতটুকু সমালোচনা আমির করতেই পারেন, ‘যখন বাবর খেলাটা শেষ করতে পারে না, তখনই আমির বাবরের সমালোচনা করে। এটা আমিরের মতামত। তার এই মতামত দেওয়ার অধিকার আছে। বাবরও বিষয়টা বোঝে। এমন মতামতকে শ্রদ্ধা করে। আর নিজের খেলা উন্নতি করার চেষ্টা করে।’