রিজওয়ানকে ১৭১ রানে রেখে ইনিংস ঘোষণা নিয়ে প্রশ্ন, শাকিলের ব্যাখ্যা

পাকিস্তানের প্রথম ইনিংস ঘোষণার সময় ১৭১ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। এর আগেই অবশ্য ১৪১ রান করে আউট হয়েছেন সৌদ শাকিল (ডানে)এএফপি

সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। গতকাল রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ ইনিংস ঘোষণা করেন, রিজওয়ান অপরাজিত ছিলেন ১৭১ রানে। এর আগেই অবশ্য ১৪১ রান করে আউট হয়ে যান শাকিল।

এমন সময়ে পাকিস্তানের ইনিংস ঘোষণা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন—রিজওয়ানকে কি ডাবল সেঞ্চুরি করার জন্য সময় দেওয়া যেত না! গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষের সংবাদ সম্মেলনে আসা শাকিলকেও প্রশ্নটি করা হয়েছিল। শাকিলও এর একটা ব্যাখ্যা দিয়েছেন সংবাদমাধ্যমের কাছে।

আরও পড়ুন
মোহাম্মদ রিজওয়ান টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন
এএফপি

শান মাসুদের ইনিংস ঘোষণায় কোনো তাড়াহুড়ো আছে বলে মনে করেন না শাকিল। রিজওয়ানকে এ বিষয়ে আগেই জানিয়ে রাখা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি, ‘দেখুন, রিজওয়ান ভাইয়ের ডাবল সেঞ্চুরির বিষয়টি মাথায় ছিলই, তাই বলে আমি মনে করি না যে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নিয়ে কোনো রকম তাড়াহুড়ো করা হয়েছে।’

শাকিল এরপর যোগ করেন, ‘(ইনিংস ঘোষণার) এক ঘণ্টা আগে রিজওয়ান ভাইকে জানানো হয়েছিল। বলা হয়েছিল, এই রকম সময়েই ইনিংস ঘোষণা করা হবে। তাই ইনিংস ঘোষণার সময় নিয়ে তার একটি ধারণা ছিলই। তাকে বলা হয়েছিল, আমরা ৪৫০–এর আশপাশে গিয়ে ইনিংস ঘোষণা করার চেষ্টা করব।’

আরও পড়ুন

পাকিস্তানের প্রথম ইনিংস ঘোষণার পর দ্বিতীয় দিন বিকেলে ১২ ওভার ব্যাট করে বাংলাদেশ। ওই ১২ ওভারে পাকিস্তান বাংলাদেশের কোনো উইকেট ফেলতে পারেনি। বিনা উইকেটে ২৭ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ।