বুমরার চোটের ‘ওষুধ’ আগেই দিয়েছিলেন শোয়েব
পিঠের চোটের কারণে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে যশপ্রীত বুমরার। কাল এই খবর ছড়িয়ে পড়ে ভারতের সংবাদমাধ্যমে। এর পর থেকেই চলছে জল্পনাকল্পনা, টি–টোয়েন্টি বিশ্বকাপে বুমরা খেলতে পারবেন কি না।
এই আলোচনার মধ্যেই বুমরাকে নিয়ে শোয়েব আখতারের পুরোনো এক মন্তব্য ভাইরাল হয়েছে—যেখানে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেছেন, টানা খেললে ভারতীয় এই পেসারের পিঠ ক্ষতিগ্রস্ত হতে পারে।
পিঠের চোটের কারণেই সর্বশেষ এশিয়া কাপে খেলতে পারেননি বুমরা। এরপর অনুশীলনে ব্যথা অনুভব করায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারেননি। টি–টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যাচ্ছে না, পিটিআইকে এমন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা। এই চোট নিয়ে ‘ছয় মাস’ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে বুমরাকে।
বুমরার অ্যাকশন নিয়ে শোয়েবের প্রায় এক বছর আগের বিশ্লেষণ নতুন করে ভাইরাল হওয়ার কারণ তাঁর চোট। কিছুটা অস্বাভাবিক অ্যাকশনের কারণে বুমরা ক্যারিয়ার থেমে যাওয়ার মতো চোটেও পড়তে পারেন বলে মন্তব্য করেছিলেন পাকিস্তানের সাবেক এই পেসার। ক্রিকেটপ্রেমীরা শোয়েবের এই পুরোনো ভিডিও শেয়ার দিয়ে মন্তব্য করেছেন, বুমরাকে নিয়ে প্রায় এক বছর আগেই সঠিক দিকনির্দেশনা দিয়েছিলেন শোয়েব আখতার।
ইউটিউব চ্যানেল ‘স্পোর্টস তাক’–এ উপস্থিত হয়ে বুমরার অ্যাকশন নিয়ে কথা বলেছিলেন শোয়েব, ‘তার বোলিং অ্যাকশন “ফ্রন্টাল” (বুকটা ব্যাটসম্যানের দিকে রেখে বল করা)। পিঠ এবং কাঁধের শক্তি ব্যবহার করেএই অ্যাকশনে বল করা হয়। আমাদের অ্যাকশন সাইড–অন (পাশাপাশি), এতে পিঠের ওপর চাপ কমে। “ফ্রন্ট” অ্যাকশনে এমন কোনো সুবিধা পাওয়া যায় না। তাই এই অ্যাকশনে পিঠ হাল ছেড়ে দিলে কিছুই করার থাকে না।’
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডেলিভারির রেকর্ড গড়া শোয়েব আখতার এ নিয়ে উদাহরণও দিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপ ও নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ডের উদাহরণ দিয়ে শোয়েব বলেন, বুমরাকে তিন সংস্করণেই খেলানো উচিত হবে না ভারতের, ‘বিশপ ও শেন বন্ডকে পিঠের সমস্যায় ভুগতে দেখেছি। দুজনের অ্যাকশনই ছিল “ফ্রন্টাল”। বুমরাকে এভাবে ভাবতে হবে “একটা ম্যাচ খেলার পর বিশ্রাম নেই।” সব ম্যাচ খেলালে এক বছরের মধ্যে ভেঙে পড়বে। পাঁচ ম্যাচের মধ্যে তাঁকে তিনটা খেলানো হোক, বাকি দুটিতে বিশ্রাম নিক। সে আরও অনেক দিন খেলে যেতে চাইলে এটা করতেই হবে।’
টি–টোয়েন্টি বিশ্বকাপে বুমরা খেলতে পারবেন কি না, তা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে বুমরার বদলি হিসেবে মোহাম্মদ সিরাজ কিংবা মোহাম্মদ শামিকে দলে টানা হতে পারে। এ বছর তিন সংস্করণ মিলিয়ে মাত্র ১৫টি ম্যাচ খেলতে পেরেছেন বুমরা।
শুধু শোয়েব আখতারই নয়, বুমরা যে পিঠের চোটে পড়তে পারেন, তা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার মাইকেল হোল্ডিংও কথা বলেছিলেন। কিংবদন্তি এই পেসারের মতে, অ্যাকশনের কারণেই বুমরার পিঠের চোটে পড়ার সম্ভাবনা বেশি। কাল তেমন কিছু ঘটার পর শোয়েবের পুরোনো এই ভিডিও ক্রিকেটপ্রেমীরা শেয়ার দিতে শুরু করেন। বেশির ভাগেরই মন্তব্য, ভারতীয় পেসারকে নিয়ে শোয়েব একদম ঠিক কথাই বলেছেন।