আফগানিস্তান আমাদের উড়িয়ে দিয়েছে, বলেছেন বাটলার

আফগানিস্তানের কাছে পাত্তা পায়নি ইংলিশরাছবি: রয়টার্স

বিশ্বকাপে প্রথম অঘটনের শিকার হলো বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আফগানিস্তানের কাছে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৬৯ রানে হেরে গেছে ইংলিশরা। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় জয় পেলেও, তৃতীয় ম্যাচে এসে রীতিমতো অঘটনের শিকার হলো তারা।

ব্যাটিং–বোলিং দুই বিভাগেই আফগানদের কাছে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। এই হারের পর নিজের হতাশা গোপন করেননি ইংলিশ অধিনায়ক জস বাটলার। বলেছেন, ম্যাচে আফগানিস্তান তাঁদের রীতিমতো উড়িয়ে দিয়েছে। পাশাপাশি দ্রুত আরও শক্তিশালী হয়ে ফিরে আসার কথাও বলেছেন বাটলার।

আরও পড়ুন

দিল্লিতে টস জিতে বোলিংয়ের শক্তিতে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিতে চেয়েছিল ইংল্যান্ড। কিন্তু শুরু থেকেই পাল্টা আক্রমণে ইংলিশদের ওপর চড়াও হন আফগান ওপেনাররা। উদ্বোধনী জুটিতে ১০০ বলের মধ্যেই ১১৪ রান তুলে ফেলেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। মূলত সেখানেই ম্যাচের রূপ বদলে গেছে বলে মনে করছেন বাটলার।

আফগানদের উল্লাস
ছবি: রয়টার্স

ম্যাচ শেষে হতাশ ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘টস জেতার পর এত রান দেওয়াটা হতাশার। প্রথম বলটা লেগ সাইডের অনেক বাইরে করাটা ম্যাচের সুর নষ্ট করেছে। আফগানিস্তানকে কৃতিত্ব দিতে হবে। তারা আজ আমাদের উড়িয়ে দিয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে ব্যাটে–বলে আমরা যেমনটা করি, তা করতে পারিনি। তাদের দারুণ কিছু বোলার আছে। শিশিরও ততটা ভূমিকা পালন করেনি, যতটা আমরা ভেবেছিলাম।’

আরও পড়ুন

তবে এই পরাজয়ে ভেঙে না পড়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রত্যয়ের কথাও বলেছেন বাটলার, ‘তারা স্টাম্প লক্ষ্য করে বল করেছে। আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আপনাকে এই পরাজয়ের আঘাতটা নিতে হবে। এত দ্রুত বাড়তি চিন্তা করা উচিত হবে না। কোথায় আমাদের উন্নতি করতে হবে, সেটা বের করা জরুরি। আমাদের এখন দৃঢ়তা দেখাতে হবে এবং শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। দলের খেলোয়াড়দের চাপের মধ্যে পারফর্ম করা দরকার এবং আমরা সেটা নিয়েই কাজ করব।’