শুধু খেলতেই নয়, আরেকটি বিশ্বকাপ জিততেও চান কোহলি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনোভেশন ল্যাব আয়োজিত ইন্ডিয়ান স্পোর্টস সামিট অনুষ্ঠানে বিরাট কোহলিইউটিউব ভিডিও থেকে নেওয়া

কত আলোচনাই হয়েছে বিষয়টি নিয়ে। চ্যাম্পিয়নস ট্রফির আগে সংবাদমাধ্যমে কত ধরনের খবরই না বেরিয়েছে। এটাই কি ওয়ানডেতে রোহিত শর্মা আর বিরাট কোহলির শেষ অভিযান কি না, এমন প্রশ্ন ঘুরেছে ক্রিকেট–বিশ্বে। ভারত যখন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল জিতল, কতজনই অপেক্ষায় ছিলেন, রোহিত ও কোহলি কখন অবসরের ঘোষণা দেন! ঘোষণা আসছে না বলে রোহিতকে তো ফাইনালের পর হওয়া সংবাদ সম্মেলনে প্রশ্নই করা হলো, ওয়ানডে ক্যারিয়ারের যতি টানবেন কবে। রোহিত সময়ের হাতেই তুলে রেখেছেন তার উত্তর। কোহলি এত দিন কিছু বলেননি, তবে এবার ইঙ্গিত দিলেন আরেকটি বিশ্বকাপ খেলতে চান।

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কোহলি। সেখানে অনুষ্ঠানের উপস্থাপক তাঁর কাছে জানতে চান ক্যারিয়ারের পরবর্তী লক্ষ্যের কথা। কোহলির উত্তর, ‘জানি না পরবর্তী বড় পদক্ষেপ কী! তবে পরের বিশ্বকাপ জেতার চেষ্টা করব।’ টি-টোয়েন্টি থেকে যেহেতু আগেই অবসর নিয়ে ফেলেছেন, তাই কোহলি যে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথাই বলেছেন, সেটা না বললেও চলে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়।

সম্প্রতি ভারতের হয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন কোহলি
আইসিসি

২০১১ থেকে ২০২৩ পর্যন্ত চারটি ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছেন কোহলি। এর মধ্যে ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জেতে ভারত। সেবার ২৮২ রান করেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে তো ৭৬৫ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহকও হয়েছিলেন কোহলি। ভারতও অবশ্য ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। সব মিলিয়ে চারটি ওয়ানডে বিশ্বকাপে কোহলির মোট রান ১৭৯৫। যার মধ্যে সেঞ্চুরি ৫টি, ফিফটি ১২টি। বিশ্বকাপে কোহলির আবির্ভাবই হয়েছিল সেঞ্চুরি দিয়ে। ২০১১ বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন তিনি।

এখন পর্যন্ত ভারত জিতেছে দুটি ওয়ানডে বিশ্বকাপ। ২০১১ সালের আগে তারা কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ বিশ্বকাপ। কোহলির স্বপ্ন যদি পূরণ হয়, অর্থাৎ ভারত যদি আরেকটি বিশ্বকাপ জেতে, তাহলে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে বিশ্বকাপ জিতবে তারা। এখন পর্যন্ত সর্বোচ্চ ছয়বার ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। আর দুবার করে জিতেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন

কোহলি তো আরেকটি বিশ্বকাপ খেলতে ও জিততে চান। কিন্তু আসলেই কি কোহলি ফিট থেকে আরেকটি বিশ্বকাপ খেলতে পারবেন? এখন তাঁর বয়স ৩৬ বছর। ২০২৭ সালে ৩৮ হবে। ওই বয়সে ফিটনেস ধরে রাখা খুব একটা সহজ হবে না। কোহলির অবশ্য আশাবাদী, ‘এখন ৩৬ বছর বয়সে এক সপ্তাহ বিশ্রাম খুব ভালো...এই বয়সে যেমন আছি, ভালোই আছি। এখনো খেলাটির প্রতি আমার ভালোবাসা আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি এখনই কোনো ঘোষণা দিচ্ছি না। এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে।’

আরও পড়ুন