জাদেজার ব্যথানাশক ক্রিম ব্যবহার নিয়ে বল টেম্পারিং বিতর্ক
আঙুলে কী মাখিয়েছিলেন রবীন্দ্র জাদেজা?
এই প্রশ্ন ও তার নানা রকম ব্যাখ্যায় কাল থেকেই সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। বেচারা জাদেজা! নাগপুর টেস্টে কাল প্রথম দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে দীর্ঘ পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ফেরাকে রাঙিয়ে দিলেও বিতর্ক এড়াতে পারেননি।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স ক্রিকেট কাল ম্যাচের সে মুহূর্তের ঘটনাটির ভিডিও প্রকাশ করে বল টেম্পারিং (বল–বিকৃতি) করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে ক্রিকইনফো জানিয়েছে, নাগপুর টেস্টের রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ভারতের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, বল করার হাতের তর্জনীতে ব্যথানাশক ক্রিম লাগিয়েছেন রবীন্দ্র জাদেজা।
কাল অস্ট্রেলিয়া দল ৫ উইকেটে ১২০ রানে ব্যাটিং করার সময় ঘটনাটি দেখা যায়। এর মধ্যেই ৩ উইকেট নিয়ে ত্রাসের সঞ্চার করেছিলেন জাদেজা। তখন সতীর্থ মোহাম্মদ সিরাজের ডান হাতের উপরিভাগ থেকে কোনো একটি পদার্থ তুলে নেন জাদেজা।
এই স্পিন অলরাউন্ডার ডান হাত দিয়ে পদার্থটি নেওয়ার সময়ই বোঝা যাচ্ছিল, ওটা চটচটে ধরনের কিছু হবে। কারণ, কোথাও ক্রিম লাগানোর আগে যে কেউ তা আঙুলে ভালোভাবে মাখিয়ে নেন। জাদেজাও সেভাবে ডান হাতের আঙুলে তা ভালোভাবে মাখিয়ে বাঁ হাতের তর্জনীতে প্রলেপ দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বাঁ হাতে বল ধরে রাখা অবস্থায় তর্জনীর আঙুলে কী যেন ভালোভাবে মাখাচ্ছিলেন জাদেজা। ওটা ক্রিম ছিল—ভারতীয় টিম ম্যানেজমেন্ট ম্যাচ রেফারিকে জানানোর পর বিষয়টি পরিস্কার হলো। তবে একটি প্রশ্ন উঠতে পারে, জাদেজা বাঁহাতি ফিঙ্গার স্পিনার। বল ঘোরান আঙুলের সাহায্যে এবং তর্জনীর আঙুলটা সে জন্য খুব গুরুত্বপূর্ণ।
এই আঙুলের চাপেই (স্পিন ফিঙ্গার) বল ঘুরিয়ে থাকেন জাদেজা। সেখানে পিচ্ছিলজাতীয় কোনো ক্রিম লাগালে বল ‘গ্রিপ’ করতে সমস্যা হওয়ার কথা। যদিও ভিডিওতে জাদেজাকে বলে কোনো কিছু মাখতে দেখা যায়নি। বাঁ হাতের তর্জনীতে ক্রিম মাখানোর পর আবারও বল করা শুরু করেন।
ক্রিকইনফো জানিয়েছে, কাল প্রথম দিনের খেলা শেষে ভারতের অধিনায়ক রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা ও দলের ম্যানেজারকে সে ঘটনার ভিডিও দেখিয়েছেন পাইক্রফট। স্রেফ ঘটনাটির পরিষ্কার ব্যাখ্যা পেতে ভিডিওটি দেখিয়েছেন, কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি জাদেজার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকেও এ নিয়ে ম্যাচ রেফারিকে কিছু বলা হয়নি।
তবে প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোনো অভিযোগ ছাড়াই স্বাধীনভাবে ঘটনাটি তদন্ত করতে পারেন ম্যাচ রেফারি। আর ক্রিকেটের আইন বলছে, বোলার হাতে কোনো কিছু মাখাতে চাইলে আম্পায়ারের অনুমতি নিতে হবে। বলের কন্ডিশন ঠিক রাখতেই এই নিয়ম।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন জাদেজার ওই ঘটনাকে ‘কৌতূহলোদ্দীপক’ বলেছেন। আর ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মন্তব্য করেন, ‘সে (জাদেজা) স্পিন করার আঙুলে কী মাখিয়েছে? কখনো এমন কিছু দেখিনি।’ আজ টেস্টের দ্বিতীয় দিন সকালে বিষয়টি নিয়ে আলোচনা হয় স্টার স্পোর্টসের ম্যাচ সম্প্রচারের অনুষ্ঠানে।
সেখানে ভারতের সাবেক কোচ ও অলরাউন্ডার রবি শাস্ত্রী সোজাসাপটাই বলেছেন, এই ঘটনা নিয়ে কোনো বিতর্ক নেই, ‘আমার দুটি প্রশ্ন—অস্ট্রেলিয়া দলের এ নিয়ে কোনো অভিযোগ আছে? উত্তর হলো, না। ম্যাচ রেফারি কিছু বলেছেন? তাকে বিষয়টি জানানো হয়েছে এবং তিনি সবকিছু পরিষ্কার করেছেন, তাই ঘটনাটি ওখানেই শেষ। আমরা কেন এটা নিয়ে অন্যদের সঙ্গে কথা বলছি? আর ক্রিমটা ছিল ব্যথানাশক। কোনো পদক্ষেপ নেওয়ার থাকলে ম্যাচ রেফারি বলতেন। আর হ্যাঁ, এই পিচে বল ঘোরাতে কিছু লাগে না, এমনিতেই বাঁক নেয়।’
নাগপুরে বল টেম্পারিং বিতর্কে অনেকের মনে পড়তে পারে ১৯৭৭ সালে চেন্নাই টেস্টে আরেকটি বিতর্ক। সে সিরিজের তৃতীয় টেস্টটি হয়েছিল চেন্নাইয়ে। দিল্লিতে প্রথম টেস্টে ১০ উইকেট নেওয়া লেভারকে ঘিরে বিতর্ক শুরু হয় তৃতীয় টেস্টে। অভিযোগ উঠেছিল, সুইং করাতে তিনি বলে ভ্যাসলিন মাখিয়েছেন।
নাগপুর টেস্টে দ্বিতীয় দিনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ২০১ রান তুলেছে ভারত। ১০৫ রানে ব্যাট করছেন রোহিত শর্মা। অন্য প্রান্তে ২২ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। এর আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয়। অস্ট্রেলিয়ার ইনিংসে ভারতের দুই স্পিনার জাদেজা ও রবিচন্দ্র অশ্বিন মিলে মোট ৮ উইকেট নেন। ভারতের যে ৫ উইকেট পড়েছে, তার মধ্যে ৪টি অস্ট্রেলিয়ার অভিষিক্ত স্পিনার টড মার্ফির। ১টি নাথান লায়নের।