বাজবলের কৌশল পরিবর্তন করবে না ইংল্যান্ড, জানালেন কোচ

আউট হয়ে ফিরছেন স্টোকসরয়টার্স

প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই হার। রাজকোট টেস্ট তো ভারতের কাছে ইংল্যান্ড হেরে গেছে ৪৩৪ রানে। রাজকোট টেস্টের চতুর্থ দিনে ভারতের দেওয়া ৫৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১২২ রানে। সেদিন দ্বিতীয় ইনিংসে ২০ রানে ৩ উইকেট হারানোর পরও ব্যাটিংয়ের ধরন পরিবর্তন করেনি ইংল্যান্ড।

খেলেছে জয়ের জন্যই, তাতে হিতে বিপরীত হয়ে অলআউট হয় দ্রুত। ইংল্যান্ড টেস্ট জিতলে তাদের কৌশলের প্রশংসা হয়, আবার হারলে হয় সমালোচনা। রাজকোটে এত বড় হারের পর স্বাভাবিকভাবেই সমালোচনার ধারটা একটু বেশি। ধার যতই বেশি থাকুক না কেন, ইংল্যান্ড কৌশল বদলাবে না, জানিয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

ম্যাককালাম বলেছেন, ‘এ ধরনের আলোচনা আমরা কখনো করিনি (কৌশল বদলানো নিয়ে)। কারণ, তেমন কিছু হওয়ার অর্থ হলো আপনি ছেলেদের মাথায় অন্য রকম এক চিন্তা ঢুকিয়ে দিচ্ছেন। আমরা চেয়েছি ছেলেরা যেন পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ ভালো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পায়, সেটি নিশ্চিত করতে।’

রুটের সময়টা ভালো যাচ্ছে না
এএফপি

ইংল্যান্ডের টেস্ট দলের কোচ আরও বলেন, ‘আপনি যদি ভারতকে ভারতের মাটিতে হারাতে চান, তবে আপনাকে ওদের প্রতিটি বোলারের বিপক্ষে ভালো খেলার সামর্থ্য থাকতে হবে। ওরা একজন বোলার কম নিয়ে খেলছে কি না, সেটি কোনো ব্যাপার নয়। আমাদের কৌশল অবশ্য এবার কাজ করেনি, আমরা সেটা মেনেও নিচ্ছি। কিন্তু এটা পরেরবার কাজ করতে পারে।’

আরও পড়ুন

ইংল্যান্ডের বাজবল কৌশলের অন্যতম বড় ‘সৈনিক’ জনি বেয়ারস্টো। রাজকোট টেস্ট বেয়ারস্টো আউট হয়েছেন ০ ও ৪ রানে। পুরো সিরিজে এখন পর্যন্ত ৬ ইনিংস খেলে ১৭ গড়ে করেছেন ১০২ রান। এরপরও বেয়ারস্টোর ওপর ভরসা হারাচ্ছেন না ম্যাককালাম।

রুটের মতো বেয়ারস্টোও ছন্দে নেই
এএফপি

খেলবেন কি না—এ প্রশ্নে তিনি বলেছেন, ‘আপনি জানেন, আমি এটার উত্তর দিতে পারব না (খেলবে কি না)। আমি এখনো উইকেটটাই দেখিনি। তবে আমার মনে হয় জনি খেলবে। দেখুন, যে পরিমাণ রান ও করতে চেয়েছে, তা পারেনি। ওকে নিয়ে আমি উদ্বিগ্ন নই। আমি অন্ধ নই, ও আমাদের জন্য অনেক ভালো কিছু করেছে, ওর ক্যারিয়ারও ইমপ্যাক্টফুল।’

আরও পড়ুন

টেস্ট শেষের পর রাজকোট টেস্টের প্রথম ইনিংসে জো রুটের ওই রিভার্স স্কুপ আলোচনায়। যশপ্রীত বুমরার বলে রিভার্স খেলতে গিয়ে ১৮ রানে আউট হন এই সিরিজে নিজের ছায়া হয়ে থাকা রুট।

এই শট প্রসঙ্গে ম্যাককালাম বলছেন, ‘আমার মনে হয়, এমন শট খেলেও ওর গড় প্রায় ৫০। এর আগে এমন শট খেলতে গিয়ে সে কী করেছে, সেটিই দেখতে হবে। সে এই শট খেলতে গিয়ে দুবার আউট হয়েছে। তবে আপনি ডিফেন্ড করতে গিয়েও ক্যাচ দিতে পারেন, লেগ সাইডে ড্রাইভ খেলতে গিয়ে ক্যাচ দিতে পারেন। আমি জানি না, আধুনিক ক্রিকেটে এটা হাইরিস্ক শট কি না, আগের ম্যাচে যতটা মনে হয়েছে।’