‘আকস্মিক পরিস্থিতি সামলাতে’ ভারতে যাচ্ছেন শ্রীলঙ্কার ম্যাথুস ও চামিরা
চোটে পড়ে এরই মধ্যে বিশ্বকাপ শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুনারত্নেকে। তিনি এরই মধ্যে ভারতে পৌঁছে গেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে খেলেছেনও।
এবার শ্রীলঙ্কার নির্বাচকেরা ভারতে ডেকে পাঠিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও দুষ্মন্ত চামিরাকে। নতুন করে কেউ চোটে পড়েননি। কিন্তু কেউ চোটে পড়লে যেন তাড়াহুড়া করতে না হয়, আকস্মিক পরিস্থিতি সামলাতেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি)।
ম্যাথুস ও চামিরা শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে ছিলেন না। তারপরও কেন এই দুজনকে ভারতে ডেকে পাঠিয়েছে, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এসএলসি বলেছে, শ্রীলঙ্কা ক্রিকেট ঘোষণা করছে, ভারতে দলের সঙ্গে রিজার্ভ হিসেবে থাকবে অ্যাঞ্জেলো ম্যাথুস ও দুশমন্ত চামিরা। আকস্মিক কোনো পরিস্থিতি সামলাতে বিকল্প হিসেবে তাদের যেন ব্যবহার করা যায়, এ কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার নির্বাচকেরা।
চামিরা দীর্ঘদিন ধরে চোটে ছিলেন। যে কারণে এশিয়া কাপ এবং বিশ্বকাপের চূড়ান্ত দলে তাঁকে রাখা হয়নি। তবে এরই মধ্যে সুস্থ হয়ে ওঠায় আপাতত রিজার্ভ হিসেবে জায়গা হয়েছে এই পেসারের।
ম্যাথুস ও চামিরা আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন। শ্রীলঙ্কা তাদের পরবর্তী ম্যাচটি খেলবে আগামী পরশু। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি হবে লক্ষ্ণৌয়ে।