৩২ লাখ টাকা প্রতারণার মামলায় মুখ খুললেন উথাপ্পা

রবিন উথাপ্পাইনস্টাগ্রাম

একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের অর্থ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে রবিন উথাপ্পার বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির পরিচালকের দায়িত্বে থাকা উথাপ্পার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর ভারতের সাবেক ক্রিকেটার মুখ খুলেছেন। দাবি করেছেন, তিনিই বরং কোম্পানির কাছে টাকা পাবেন।

আরও পড়ুন

ইনস্টাগ্রামে পোস্ট দেওয়া ব্যাখ্যায় উথাপ্পা লিখেছেন, স্ট্রবেরি লেনসেনিয়া প্রাইভেট লিমিটেড, সেঞ্চুরিয়াস লাইফস্টাইল ব্র্যান্ডস ও বেরিজ ফ্যাশন হাউস—এই তিন প্রতিষ্ঠানের নির্বাহী কার্যক্রমের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। ২০১৮–১৯ সালের দিকে প্রতিষ্ঠান তিনটি তাঁর কাছ থেকে টাকা ধার নিয়েছিল। যার ভিত্তিতে তাঁকে পরিচালক করা হয়েছিল।

উথাপ্পার দাবি, পরিচালক পদে তাঁর কার্যক্রম ছিল সীমিত। সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে ব্যস্ততার কারণে এসব প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমে তাঁর কোনো ভূমিকা ছিল না। এসব প্রতিষ্ঠান কিংবা অন্য যেসব জায়গায় তিনি অর্থ লগ্নি করেছেন, সেসবের কোথাও তিনি নির্বাহী দায়িত্ব পালন করেননি।

প্রতিষ্ঠানকে যে ধার দিয়েছেন, সেটিও প্রতিষ্ঠান চালানো পরিচালকেরা তাঁকে শোধ করেননি বলে দাবি করেছেন উথাপ্পা। ভারতের হয়ে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার জানিয়েছেন, পাওনা না পাওয়ায় তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন। তাঁর আইনজীবিরা এরই মধ্যে ভবিষ্যৎ তহবিল (পিএফ) কর্তৃপক্ষের সঙ্গে কাগজপত্রসহ যোগাযোগ করেছেন।

কয়েক বছর আগেই পরিচালকের পদ ছেড়ে দিয়েছেন দাবি করে উথাপ্পা আরও লিখেছেন, ‘মিডিয়াকে বলব, পুরো তথ্য উপস্থাপন করুন এবং যেকোনো তথ্য যাচাই করুন।’

আরও পড়ুন

এর আগে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, ২৭ ডিসেম্বরের মধ্যে উথাপ্পাকে ২৩ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ ২১ হাজার টাকা) জমা দিতে হবে। না দিলে পরোয়ানা কার্যকর হবে। ভারতের হয়ে ৪৬ ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলা উথাপ্পার বয়স এখন ৩৯ বছর। ২০২২ সালে সর্বশেষ আইপিএল খেলা এই ব্যাটসম্যান গত মাসেও হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসে খেলেছেন। দ্য হিন্দুর খবর অনুসারে, পরিবারসহ উথাপ্পা এখন দুবাইয়ে থাকেন।

ভারতের হয়ে ৪৬ ওয়ানডে ও ১৩টি টি–টোয়েন্টি খেলেছেন উথাপ্পা
এএফপি

এনডিটিভির খবরে বলা হয়, ৪ ডিসেম্বর উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কর্নাটকের আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার সাদাক্ষরি গোপাল রেড্ডি। তাঁর বিরুদ্ধে কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের অর্থ কেটে নিয়ে সেটি তহবিলের হিসাবে জমা না করার অভিযোগ উঠেছে। কোম্পানি উথাপ্পার কাছে ২৩ লাখ ৩৬ হাজার ৬০২ রুপি পায় বলে দাবি করেছে, যা আদায়ের চেষ্টা চলছে।