সরাসরি

তৃতীয় ওয়ানডে: মিরাজের পর আফিফও আউট, ৫ উইকেট হারাল বাংলাদেশ

১৫: ৪৭

উইকেট ছুঁড়ে এলেন আফিফ

শারফেন রাদারফোর্ডের শর্ট ডেলিভারিটি ছিল অফ স্টাম্পের বাইরে। টেনে লেগ সাইডে খেলতে গিয়ে মিড–উইকেটে সহজ ক্যাচ তুললেন আফিফ (২৯ বলে ১৫)। ৬ বলের মধ্যে দুই উইকেট হারাল বাংলাদেশ।

বাংলাদেশ: ৩১ ওভারে ১৭১/৫। মাহমুদউল্লাহ ও জাকের আলী ০ রানে ব্যাট করছেন।

১৫: ৪২

আচমকাই রানআউট মিরাজ!

রাদারফোর্ডের থ্রোটা সরাসরিই স্টাম্প ভেঙেছে। আউটের আবেদন করলেও খুব একটা আত্মবিশ্বাসী ছিল না ওয়েস্ট ইন্ডিজ। মিরাজেরও মনে হয়েছে সময়মতো ব্যাট পপিং ক্রিজে ঢুকেছিল।

কিন্তু রিপ্লেতে দেখা গেল ভিন্ন চিত্র। অল্পের জন্য লানআউট মিরাজ। বাংলাদেশ অধিনায়ক ফিরলেন ৭৩ বলে ৭৭ রান করে। তাঁর ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছয়।

বাংলাদেশ: ৩০ ওভারে ১৭১/৪। আফিফ ১৫, মাহমুদউল্লাহ ০ রানে ব্যাট করছেন।

১৫: ২৮

সৌম্য ফিরলেন ৭৩ রানে

৫৮ বলে ৫০ ছুঁয়ে বেশ আক্রমণাত্মক ব্যাটিংই শুরু করেছিলেন সৌম্য সরকার। জেডিয়াহ ব্লেডসকে তিন চারের পর গুড়াকেশ মোতিকে মেরেছেন ছক্কা।

তবে ছক্কার পরের বলেই এলবিডব্লু হয়েছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার। ৬ চার ৪ ছক্কার ইনিংসটি থেমেছে ৭৩ বলে ৭৩ রান করে। নতুন ব্যাটসম্যান আফিফ হোসেন।

বাংলাদেশ: ২৭ ওভারে ১৫৯/৩। মিরাজ ৭০, আফিফ ১০ রানে ব্যাট করছেন।

১৫: ০২

বাংলাদেশ ১০০, মিরাজ ৫০, সৌম্য ৫০

ইনিংসের ২০তম ওভারে তিনটি মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। গুড়াকেশ মোতির করা ওভারের প্রথম মিরাজ নিয়েছেন সিঙ্গেল, বাংলাদেশ দলের রান পৌঁছেছে ১০০–তে।

চতুর্থ বলে চার মেরে পঞ্চাশে পৌঁছেছেন মিরাজ। এই সিরিজে তাঁর দ্বিতীয়।

আর শেষ বলে সিঙ্গেল নিয়ে ১৩তম ফিফটিতে পৌঁছেছেন সৌম্য সরকার।

তিন মাইলফলক ছোঁয়ার পরের ওভারেই জেডিয়াহ ব্লেডসের কাছ থেকে মিরাজ–সৌম্যরা তুলেছেন ১৬ রান।

বাংলাদেশ: ২১ ওভারে ১২৩/২। মিরাজ ৬৩, সৌম্য ৫৫ রানে ব্যাট করছেন।

১৪: ২৫

সৌম্য-মিরাজের প্রতিরোধ

৯ রানের মধ্যে ২ উইকেট পড়ে যাওয়ার পর জুটি গড়েছেন সৌম্য সরকার ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দুজনের পাল্টা আক্রমণে কিছুটা চাপমুক্ত হয়ে বাংলাদেশ। এরই মধ্যে ৫৬ বলে ৫০ রানের জুটি গড়েছেন দুজন মিলে। বাংলাদেশের রান ৫০ পেরিয়েছে ১১তম ওভারে এসে।

বাংলাদেশ: ১২ ওভারে ৬০/২।

১৩: ৪৯

ফ্লপ!

২, ৪, ০
সিরিজের তিন ওয়ানডেতে লিটন দাসের রান। সর্বশেষ ৭ ইনিংসেই দুই অঙ্কে যেতে পারেননি তিনি।
১৩: ৪৭

তানজিদ শূন্য, লিটন শূন্য

তৃতীয় ওভারে তিন বলের ব্যবধানে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। আলজারি জোসেফের করা দ্বিতীয় বলে পুল শট করতে গিয়ে বল ওপরে তুলে রাদারফোর্ডের সহজ ক্যাচে পরিণত হয়েছেন তানজিদ হাসান (৫ বলে ০)।

এরপর ব্যাট করতে নামা লিটন দাস নিজের দ্বিতীয় বলেই ক্যাচ দিয়েছেন ব্র্যান্ডন কিংয়ের হাতে (২ বলে ০)।

বাংলাদেশ: ৩ ওভারে ৯/২। সৌম্য সরকারের সঙ্গে ব্যাটিংয়ে মেহেদী হাসান মিরাজ।

১৩: ৩৬

প্রথম ওভারেই ‘জীবন’ পেলেন সৌম্য 

এক ইঞ্চিও ডানে–বামে নড়তে হয়নি ব্র্যান্ডন কিংকে। প্রথম স্লিপে যে জায়গায় দাঁড়িয়ে ছিলেন, সেখানেই তাঁর হাতে ক্যাচ দিয়েছিলেন সৌম্য সরকার।

কিন্তু প্রথম ওভারের চতুর্থ বলে আলজারি জোসেফের বলে ওঠা এই ক্যাচ দুই হাতে নিয়েও ফেলে দিয়েছেন কিং। সৌম্য ‘জীবন’ পেলেন ০ রানে।

১৩: ২০

ওয়েস্ট ইন্ডিজ দলে দুই নতুন

একাদশে ৪ পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে জেদিয়াহ ব্লেডস ও আমি জাঙ্গু আজই প্রথম ওয়ানডে খেলবেন। এ ছাড়া দলে ফিরেছেন আলজারি জোসেফ ও অ্যালিক অ্যাথানাজ।

দ্বিতীয় ওয়ানডেতে ২২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া জেইডেন সিলস চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে গেছেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রান্ডন কিং, আমির জাঙ্গু, কিসি কার্টি, শাই হোপ, অ্যালিক অ্যাথানাজ, শারফেন রাদারফোর্ড, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ ও জেডিয়াহ ব্লেডস।
১৩: ০৭

বাংলাদেশ দলে ৩ পরিবর্তন

আগের ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হয়েছে তিন পেসার শরীফুল ইসলাম, তানজিম হাসান ও নাহিদ রানাকে। তাঁদের জায়গায় দলে ঢুকেছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।
১৩: ০৫

টসে হার মিরাজের,আবারও আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম দুই ম্যাচের মতো শেষ ওয়ানডেতেও আগে ব্যাট করবে বাংলাদেশ। টসে জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ, বেছে নিয়েছেন বোলিং।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টসে হেরে ব্যাটিং করতে হয়েছিল বাংলাদেশকে। আর প্রথম ওয়ানডেতে টসে জিতেই আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন মিরাজ।