ভারতে কী নিয়ে ফাইট করতে চান মিরাজ

মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেহেদী হাসান মিরাজশামসুল হক

পাকিস্তান সফরের অনুপ্রেরণা কাজে লাগিয়ে ভারত সফরে ‘ফাইট’ করতে চান মেহেদী হাসান মিরাজ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বেশ কবারই এই ‘ফাইট’ শব্দটা উচ্চারণ করেছেন মিরাজ।

তা কী নিয়ে এই ‘ফাইট‘? তা অনুমান করা কঠিন কিছু নয়। ভারতের মাটিতে টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই নম্বর ভারতের সঙ্গে ভালো করতে তো ফাইট করতেই হবে। ভারতে বাংলাদেশ কেমন করবে—এ প্রশ্নের উত্তরে মিরাজ বলেছেন, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। ভারতের মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি। আমাদের আগের পারফরম্যান্স ভালো ছিল না। আমরা এবার একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছি।’

মিরাজ এরপর যোগ করেন, ‘যখন আমরা ওদের সঙ্গে ফাইট করতে পারব, তখন আমাদের ভালো করার সুযোগ থাকবে। আমাদের চেষ্টা থাকবে যেন ওদের সঙ্গে ফাইট করতে পারি।’

ব্যাটিংয়ে মনোযোগ বাড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ
প্রথম আলো

ভারত সফরের চ্যালেঞ্জ নিয়ে মিরাজের কথা, ‘দেখুন, টেস্ট ক্রিকেটে সব সময়ই চ্যালেঞ্জ থাকে। প্রত্যেক সেশন, প্রত্যেক বল, সবটাই চ্যালেঞ্জ। ব্যাটসম্যান, বোলার—সবার জন্য। ভারত অবশ্যই ভালো দল। ওদের বোলাররা অনেক ভালো।

ব্যাটসম্যানরাও অনেক ভালো। ওদের যে উইকেটটা থাকে...সেখানে আমরা আগে খেলেছি। আমাদের অভিজ্ঞতা আছে উইকেটের আচরণ সম্পর্কে। আমার মনে হয় সেখানে উইকেট অনেক ভালো থাকবে। আমরা যেভাবে খেলছি, সেভাবে যদি থাকি, ফলাফল চিন্তা না করে যদি পারফর্ম করার চিন্তা করি, তাহলে ভালো ফল আসবে।’

আরও পড়ুন

ভারত সফরের আগে বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশা বেড়ে যাওয়ার কারণ পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের পারফরম্যান্স। শান মাসুদের দলকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে বাংলাদেশ।

স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের ওপর প্রত্যাশার চাপ বাড়ছে। মিরাজরাও সে উত্তাপ টের পাচ্ছেন, ‘আমরা যখন ভালো খেলি, তখন সবারই প্রত্যাশা বাড়ে। আমাদের ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। যদি তা করতে পারি, আমরা নিজেদেরও প্রত্যাশা পূরণ করতে পারব।’

নেটে বোলিং অনুশীলনে মেহেদী হাসান মিরাজ
প্রথম আলো

ভারতের বিপক্ষে পাকিস্তান সিরিজকেই প্রেরণা হিসেবে দেখছেন মিরাজ, ‘আমরা যেহেতু পাকিস্তান সিরিজটা ভালো করেছি, এই সিরিজের সঙ্গে খুব বেশি পার্থক্য নেই। পারফর্ম করছি, সবাই ভালো ফর্মে আছে। সবাই যদি ভারতেও ভালো ফর্মে থাকে, তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যাবে।’ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ২–০ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে আসা তো কম কথা নয়!

আরও পড়ুন