২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘খেলা শেষে’ বুমরাকে এনে কী লাভ, মুম্বাই অধিনায়ক পান্ডিয়াকে প্রশ্ন মুডির

সময়টা ভালো যাচ্ছে না পান্ডিয়ারএএফপি

পাগলাটে এক ম্যাচই বটে!

দুই দল মিলিয়ে ফিফটি পেলেন ৪ জন। এই চার ব্যাটসম্যানের মধ্যে ফিফটি করতে সবচেয়ে বেশি বল খেলেছেন তিলক ভার্মা—২৪ বল। দুই দল মিলে রান তুলেছে মোট ৫২৩। যা আইপিএলে সর্বোচ্চ। কিন্তু এমন এক ম্যাচে মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া ব্যাট করেছেন মাত্র ১২০ স্ট্রাইকরেটে!

ব্যাট হাতে এমন পারফরম্যান্সের আগে অধিনায়ক হিসেবে পান্ডিয়া ‘বড় ভুল’ও করেছেন। গতকাল মুম্বাইয়ের যশপ্রীত বুমরা যখন নিজের স্পেলের দ্বিতীয় ওভারে বল করতে আসেন, ততক্ষণে সানরাইজার্স হায়দরাবাদের রান ১২ ওভারে ১৭৩। এ সময়ের মধ্যে মুম্বাইয়ের সেরা বোলার যশপ্রীত বুমরা বল করেছেন মাত্র ১ ওভার। যা নিয়ে হার্দিকের সমালোচনা করেছেন টম মুডি ও ইরফান পাঠানরা।

আরও পড়ুন

গতকাল বুমরা প্রথম ওভার বল করেন ম্যাচের চতুর্থ ওভারে। সে ওভারে ৫ রান দেওয়া বুমরাকে বোলিংয়ে আনা হয় ১৩তম ওভারে। অথচ তার আগেই অনেক বড় সংগ্রহের ভিত গড়ে ফেলেছিল হায়দরাবাদ। ট্রাভিস হেড ও অভিষেক শর্মা ঝড় তোলার পর ক্লাসেন ঝড়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

বুমরা কাল শুরুতে বোলিং করলে ম্যাচের ফলাফল কি ভিন্ন হতো?
এএফপি

কিন্তু এর মধ্যে বুমরাকে কেন মাত্র এক ওভার বোলিং করানো হলো—সে প্রশ্ন ইএসপিএনক্রিকইনফোতে তুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডি। সানরাইজার্স হায়দরাবাদের সাবেক এই কোচ বলেছেন, ‘আপনার কাছে যখন এই সংস্করণে বিশ্বের সেরা বোলার থাকে, আপনি তাকে প্রথম ১০ ওভারে মাত্র একটি ওভার করান এবং ১৩তম ওভারে দ্বিতীয়বার বলে ডাকেন, এটা অবিশ্বাস্য। সে সময় খেলা তো পুরোপুরি শেষ।’

মুডি যোগ করেন, ‘যশপ্রীত বুমরার যা সামর্থ্য আছে, তাকে অবশ্যই পাওয়ার প্লেতে দুই ওভার বোলিং করতে হবে। পাওয়ার প্লেতে উইকেট নিতে হবে এবং সে উইকেটশিকারি।’

তবে পান্ডিয়ার পক্ষ থেকে যুক্তি হতে পারেন এমন, গতকাল পাঁচে নামা ক্লাসেন সাধারণত ব্যাট করতে নামেন শেষ ১০ ওভারে। পান্ডিয়া তাঁর সেরা বোলার বুমরাকে সম্ভবত সেজন্যই হায়দরাবাদের ইনিংসে প্রথম ১০ ওভারে মধ্যে মাত্র এক ওভার বোলিং করিয়েছেন। বুমরাকে সম্ভবত রেখে দিয়েছিলেন ক্লাসেনের জন্য। কিন্তু তার আগেই যা হওয়ার হয়ে গেছে।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ইরফান পাঠান লিখেছেন, ‘হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বকে কমপক্ষে সাধারণ মানের বলতেই হবে। যখন ধ্বংসলীলা চলছে, তখন বুমরাকে দূরে সরিয়ে রাখা আমার বোঝার বাইরে।’

ঝড়ের আরেক নাম ক্লাসেন
এএফপি

অস্ট্রেলিয়ার তারকা স্টিভেন স্মিথও বুমরাকে ব্যবহার করা নিয়ে হার্দিকের অধিনায়কত্বের সমালোচনা করেছেন। স্টার স্পোর্টসে স্মিথ বলেছেন, ‘আমার মতে, ১৩ ওভারে বুমরাকে এনে ওরা ভুল করেছে। যখন ওভাবে বল মারা হয়, তখন দলের সেরা বোলারকে একটু আগেভাগেই আনতে হয়। এটা মানিয়ে নেওয়ার ব্যাপার। আমি উইকেট নিতে ১৫-১৬ ওভারের মধ্যে বুমরার বোলিংয়ের কোটা শেষ করে ফেলতাম।’

২৭৭ রান তাড়ায় ১০ ওভারেই ১৪১ রান তুলে ফেলেছিল মুম্বাই ইন্ডিয়ানস। টপ অর্ডারে শীর্ষ ৪ ব্যাটসম্যানই ব্যাটিং করেছেন ২০০ বা এর চেয়ে বেশি স্ট্রাইকরেটে। অর্থাৎ ম্যাচটা জয়ের পথে ভালোমতোই ছিল পান্ডিয়ার দল। পান্ডিয়া যখন উইকেটে আসেন, তখন মুম্বাইয়ের প্রয়োজন ছিল ৫৬ বলে ১২৮ রান। তবে সেখানে উইকেটে এসে পান্ডিয়া করতে পারেন ২০ বলে মাত্র ২৪ রান। এ নিয়ে পাঠান এক্সে লিখেছেন, ‘পুরো দল যখন ২০০ স্ট্রাইকরেটে ব্যাটিং করে, তখন অধিনায়ক ১২০ স্ট্রাইকরেটে ব্যাটিং করতে পারেন না।’

আরও পড়ুন