ল্যানিংকে অভিনন্দন মিতালির

৩১ বছর বয়সেই অবসরে গেছেন কিংবদন্তি মেগ ল্যানিং। তাঁকে অভিনন্দন জানিয়েছেন মিতালি রাজ। অনুশীলনে ব্যস্ত পাকিস্তান ও আফগানিস্তানের খেলোয়াড়রা।
১ / ৭
কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, কার্যত এখন সেটি পাকিস্তানের জন্য আনুষ্ঠানিকতাই। এর আগে অনুশীলনে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান
এএফপি
২ / ৭
কলকাতায় ইডেন গার্ডেনসের বাইরে বিরাট কোহলি ও শচীন টেন্ডুলকারের ছবি
এএফপি
৩ / ৭
আফগানিস্তানের অনুশীলনে ফুটবল, তাতে দৃষ্টি নিবদ্ধ হাশমতউল্লাহ শহীদির
এএফপি
৪ / ৭
বল আটকাতে ডাইভ নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসের, বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে
এএফপি
৫ / ৭
ডাইভ দিয়েও অবশ্য আটকাতে পারেননি টিম সাউদি
এএফপি
৬ / ৭
দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারিতে কাজে ব্যস্ত পরিচ্ছন্নকর্মীরা
এএফপি
৭ / ৭
বর্ণাঢ্য এক ক্যারিয়ারের আচমকা ইতি টেনেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মেগ ল্যানিং। তাঁকে অভিনন্দন জানিয়েছেন আরেক কিংবদন্তি ভারতের মিতালি রাজ। তিনি লিখেছেন, ‘মেয়েদের ক্রিকেটে, বিশেষ করে অস্ট্রেলিয়ান ক্রিকেটে তোমার অবদান কিংবদন্তিতুল্য’।
ইনস্টাগ্রাম